Advertisement

নোবেলজয়ী অমর্ত্যও SIR হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন? অভিষেকের দাবিতে শোরগোল, দেখুন

SIR বিতর্কে এবার চলে এল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামও৷ তাঁকেও নাকি এসআইআর-এর শুনানির নোটিশ পাঠানো হয়েছে৷ মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের সভা থেকে এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুধু অমর্ত্য সেন নয়, টলিউড অভিনেতা দেবকে শুনানিতে ডাকা নিয়েও নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের কথায়,‘‘বীরভূমে আসতে আসতে শুনছিলাম এসআইআর-এ নোবেলজয়ী অমর্ত্য সেনকে হিয়ারিং-এর নোটিশ পাঠিয়েছে৷ যিনি দেশের নাম উজ্জ্বল করেছেন৷ যিনি নোবেল পেয়ে বিশ্বে সুনাম অর্জন করেছেন৷ তাঁকে এসআইআর-এর নোটিশ পাঠিয়েছে৷’’

Advertisement
POST A COMMENT