কোচবিহারে ফের নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে এসে তৃণমূলের ‘রণসংকল্প সভা’ থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বারুইপুরের পর এ দিন কোচবিহারেও একই কৌশল নিলেন অভিষেক, খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ দেখানো ১০ জন জীবিত মানুষকে মঞ্চে তুলে ধরলেন তিনি।