রামপুরহাটে হাসপাতালে সুনালি বিবির সদ্যোজাতের নাম রেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রামপুরহাটে সুনালি বিবি, যাঁকে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছিল কেন্দ্র, সেই সুনালী বিবির সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে যান অভিষেক। সেখানেই অভিষেককে সুনালির পরিবার অনুরোধ করেন, ছেলের নাম রাখার জন্য। অভিষেক বলেন, 'এত সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে। পর করে দিয়েছিল। তাই ওর নাম রাখলাম আপন।'