নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে হাতিয়ার করেই এদিন সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঙ্কার, 'আজ কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাবো।' তিনি জানান, যারা বাংলার মানুষের ভাতে মারতে চেয়েছিল এবং ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল, দেশের সর্বোচ্চ আদালত তাদের গালে কষিয়ে চড় মেরেছে।