'খোঁজ নিয়ে দেখলাম, বেলডাঙার ঘটনায় ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। এই মাটিতে একটা নতুন গদ্দার তৈরি হয়েছে। এখানে না এলে গদ্দারদের অক্সিজেন দেওয়া হত। এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাঁদের মদত ও ইন্ধন রয়েছে। সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে'। বেলডাঙা হিংসা নিয়ে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।