Advertisement

Beldanga Violence এ ইন্ধন BJP আর গদ্দার, বিস্ফোরক Abhishek Banerjee

'খোঁজ নিয়ে দেখলাম, বেলডাঙার ঘটনায় ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। এই মাটিতে একটা নতুন গদ্দার তৈরি হয়েছে। এখানে না এলে গদ্দারদের অক্সিজেন দেওয়া হত। এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাঁদের মদত ও ইন্ধন রয়েছে। সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে'। বেলডাঙা হিংসা নিয়ে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
POST A COMMENT