Advertisement

৭৫-এর বেশি বয়সীরা 'মার্গদর্শক'? উত্তর এড়িয়ে গেলেন শাহ, দেখুন

রাজ্যের সাধারণ জনতার মন ছুঁয়ে যাওয়ার চেষ্টায় মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে আত্মবিশ্বাসী শাহ জানালেন, 'বাংলার জনতাই BJP-কে ক্ষমতায় আনবে।' তিনি জানান, এমনি এমনি তো আর বাংলায় ৭৭ আসন জেতেনি গেরুয়া শিবির। ফলে BJP-র উপর মানুষের আস্থা রয়েছে বলেই দাবি তাঁর। শাহের সাংবাদিক বৈঠকের একটি বড় অংশ জুড়ে থাকল রাজ্য সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশে প্রশ্রয় দেওয়ার অভিযোগ। এ ছাড়া দুর্নীতি, অপশাসন এবং সন্ত্রাসের অভিযোগেও বিঁধলেন তৃণমূল সরকারকে।

Advertisement
POST A COMMENT