Advertisement

মঞ্চ থেকে BJP MLA-র কাঁচা গালিগালাজ VIRAL, VIDEO

মঞ্চ থেকে সরাসরি এক যুবককে গালিগালাজ ও মারধরের উস্কানি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। উত্তর ২৪ পরগনার বিজেপির পক্ষ থেকে ‘পরিবর্তন সভা’র আয়োজন করা হয়েছিল। সেখানে স্বপন মজুমদার যখন দাবি করছেন, বিজেপি ক্ষমতায় আসছে বাংলায়, কাউকে ভয় পাবেন না। সেই সময়ই এক যুবক চেঁচিয়ে ওঠেন, 'কোনও ভয় নেই। ভয় পাব কেন?' ব্যস, এরপরেই ওই যুবককে অকথ্য গালি দিতে শুরু করেন স্বপন। ভিডিও ভাইরাল।

Advertisement
POST A COMMENT