তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে 'শুভেন্দু অধিকারী জিন্দাবাদ' স্লোগান দিচ্ছেন TMC নেতা। ঘটনাটি দিন পাঁচেক আগের। ইংরাজি বছরের প্রথম দিন কাঁথিতে তৃণমূলের দিবসের অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানার গলায় শোনা গেল এই স্লোগান। গত ১ জানুয়ারি তৃণমূলের ২৯তম প্রতিষ্ঠাতা দিবস উদযাপন ছিল । কাঁথি ২ নম্বর ব্লকের মুকুন্দপুর বাজার সংলগ্ন এলাকায় দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার শেষে তরুণ জানা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলে স্লোগান দেন। এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন ৷ তাহলে কি, বিজেপিতে যোগদান করতে চলেছেন তৃণমূলের দাপুটে নেতা তরুণ জানা ? নাকি, শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে আঁতাত রয়েছে তাঁর? ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in ৷