Advertisement

Dilip Ghosh এর মুখে 'নন্দীগ্রাম', 'শুভেন্দু', শাহ-দাওয়াইয়ের জের? VIDEO

'দিদিমণি ভবানীপুর থেকে জেতেন, সাড়ে ৪৪ হাজার নাম বাদ গেছে সেখানে। উনি কত ভোটে গেছেন। কেন জেতেন আমরা জানি। যেই নন্দীগ্রামে গেলেন, ওখানকার মানুষ কানমুলে বাড়ি পাঠিয়ে দিয়েছে।' SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দিলীপ ঘোষের। নদিয়া জেলার কুপার্স ক্যাম্পে আয়োজিত পরিবর্তন সংকল্প সভা থেকে এদিন তিনি আরও বলেন, '৬৬ হাজার ভুয়ো ভোটার বেরিয়েছে প্রিয় ভাই ববি হাকিমের এলাকায়। এবারের এসআইআর খুবই গুরুত্বপূর্ণ। একটাও ভোটার থাকবে না। জেনে রাখুন। এবারে আর ভুয়ো ভোটার থাকবে না। দরকার হলে কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে থাকবে।'

Advertisement
POST A COMMENT