তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে নিশানা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পাল্টা জবাব দিলেন কুণালও। হুমায়ুনের বিজেপি যোগের সেই অতীত তুলে কুণালের কটাক্ষ, 'বাবরি মসজিদ ধ্বংসকারী বিজেপির প্রার্থী হয়েছিল। তার মুখে অন্য কথা সাজে?' ছাব্বিশের বাংলায় বিজেপি-র বি টিম, সি টিম, ডি টিম বোঝালেন কুণাল। মুসলিম ভোটব্যাঙ্ক নিয়ে ঠিক কী বলছেন তৃণমূলের মুখপাত্র? দেখুন।
kunal ghosh attacks humayun kabir regarding muslim vote after suspended tmc mla announces new party