Advertisement

Kunal Ghosh এর দাবি, 'বিজেপির B-টিম', Samik Bhattacharya এর পাল্টা, 'তৃণমূলই হুমায়ুন'

ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের পেছনে কার হাত রয়েছে, এই প্রশ্নে দায় ঠেলাঠেলি শাসক ও বিরোধী শিবিরে। কুণাল ঘোষের বক্তব্য, 'বিজেপি বিরোধী ভোট কাটার খেলা খেলছে। বিজেপিকে রুখতে ভোট দিতে হবে তৃণমূলকে। বিজেপির বি-টিমকে যদি কেউ ভোট দেয়, তা হলে বিজেপির হাতই শক্তিশালী হবে।' অন্যদিকে, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দোর্দণ্ডপ্রতাপ নেত্রীর রাজত্বে বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ আলাদা করে একটা দল তৈরি করে ফেলছে, এটা কি সম্ভব? হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন।'

Advertisement
POST A COMMENT