Advertisement

'মুর্শিদাবাদের ছানাবড়া, খেলেই পেট আঁইঢাঁই...' BJP-কে কেন বললেন মমতা? VIDEO

বিজেপি-কে মুর্শিদাবাদের ছানাবড়া, বর্ধমানের ল্যাংচা দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খসড়া ভোচার তালিকায় নাম বাদ নিয়ে শুভেন্দু অধিকারীরা বারবার দাবি করছে, প্রায় দেড় কোটি নাম বাদ পড়বে ফাইনাল তালিকায়। সেই প্রসঙ্গ তুলে মমতারমন্তব্য, 'খসড়া ভোটার তালিকা থেকে ৫৬ লক্ষ নাম বাদ দেওয়ার পরেও বলছে আরও দেড় কোটি বাদ দিতে হবে। বিজেপি-র খোকাবাবুদের আবদার। লাড্ডু চাই। দিল্লির লাড্ডু খেয়েছো, বাংলায় লাড্ডু নেই, রসগোল্লা আছে, মুর্শিদাবাদের একটা ছানাবড়া আছে। খেলেই পেট ঢাঁই ঢাই করবে। বর্ধমানের একটা ল্যাংচা খেলে তো একেবারে...।'

Advertisement
POST A COMMENT