Advertisement

'দ্যাখ ও কী হ্যাংলা রে, আমারটা চাইছে!' মমতার SIR-কটাক্ষ, দেখুন

SIR শুনানিতে হয়রানি ইস্যুতে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে মমতার কটাক্ষ, 'বাচ্চারা বলে, দেখ ও কী হ্যাংলা রে! আমারটা চাইছে। যতই অত্যাচার কর, বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছেন। ৮৫ বছর, ৯০ বছর বয়স। প্রেগন্যান্ট মহিলাকে ডেকে নিয়ে যাচ্ছে। তাঁকে প্রমাণ করতে হবে, এ দেশের নাগরিক কিনা। SIR হোক দু বছর ধরে। ৭০ জন মারা গিয়েছে। একবারও প্রাণ, মন, হৃদয় কাঁদে না? আজ যদি আপনার মাকে টেনেহিঁচড়ে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হত, দিল্লির লাড্ডুরা, কী উত্তর দিতেন?'

Advertisement
POST A COMMENT