গঙ্গাসাগরের সেতুর উদ্বোধন মঞ্চ থেকে বিরোধীদের কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলেন, 'এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখানে তুমি কামড়াতে আসলে উল্টে কামড় খাবে। পা থেকে মাথা পর্যন্ত এমন কামড় দেবে, নখটাও সাইজ করে দেবে... মাথাটাও সাইজ করে দেবে।'