আইপ্যাকের অফিসে ইডি হানার প্রতিবাদে রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন,'শুক্রবার যাদবপুরের এইটবি বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবেন। যাদবপুর ফাঁড়ি, টালিগঞ্জ হয়ে হাজরায় শেষ হবে মিছিল। আমি মিছিলে থাকব'।