Advertisement

'নোটবন্দিতেও গিয়েছিল, ভোটবন্দিতেও যাবে,' SIR নিয়ে BJP-কে তীব্র আক্রমণ মমতার

SIR দিয়ে BJP বাংলায় কোনও ফায়দা তুলতে পারবে না, বরং আরও পরাজিত হবে। এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, 'নোটবন্দিতেও গিয়েছিল, ভোটবন্দিতেও যাবে।' SIR-কে 'ভোটবন্দি' বলে উল্লেখ করে তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন, 'আমি সেই দিন হব শান্ত, যেদিন BJP দেশে থাকবে না।' SIR-এর বিরোধিতায় তিনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান মমতা।

Advertisement
POST A COMMENT