SIR দিয়ে BJP বাংলায় কোনও ফায়দা তুলতে পারবে না, বরং আরও পরাজিত হবে। এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, 'নোটবন্দিতেও গিয়েছিল, ভোটবন্দিতেও যাবে।' SIR-কে 'ভোটবন্দি' বলে উল্লেখ করে তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন, 'আমি সেই দিন হব শান্ত, যেদিন BJP দেশে থাকবে না।' SIR-এর বিরোধিতায় তিনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান মমতা।