Advertisement

'নির্বাচন প্রক্রিয়াকেই বিপর্যস্ত করছে SIR', মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চাইছেন Speaker Biman Banerjee

'এসআইআর নির্বাচনের গোটা প্রক্রিয়াকেই বিপর্যস্ত করছে', শুক্রবার এমনটাই মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 'মানবাধিকার রক্ষা হচ্ছে না। বয়স্ক মানুষদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ করা উচিত।' আদালতে ইডি ডিজিপি রাজীব কুমার ও পুলিশ কমিশনার মনোজ ভার্মার সাসপেনশন চেয়েছে, বিষয়টিতে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'সুপ্রিম কোর্ট যদি পারে তাহলে সাসপেন্ড করবে। তবে সিপি ও ডিজিকে সাসপেন্ড করার অনেক নিময় রয়েছে।'

Advertisement
POST A COMMENT