এ দিন সাংবাদিক বৈঠক থেকে SIR নিয়ে TMC-কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আবার একটা ভোট আসছে। আবার NRC-এর জুজু দেখাতে হবে। অস্ত্র হচ্ছে SIR। ব্যবহার করছেন কাকে? ঠাকুরবাড়ির মধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা মাননীয়া মমতাবালা ঠাকুরকে এবং একটা অংশকে।' তিনি আরও জানান, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্র শান্তনু ঠাকুরের বাড়িতে হামলা করতে গেছিল তৃণমূল। সেই হামলা প্রতিহত করা হয়েছে।