Advertisement

'বড় অংশের মুসলিমরা মমতার ফাঁদে পা দেননি', দাবি Suvendu Adhikari এর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'এসআইআর নিয়েও মিথ্যে প্রচার করা হয়েছিল। বলা হচ্ছিল, এটা ওয়ান টাইপ অফ এনআরসি। আমার সঙ্গে বহু মুসলিম মানুষের সঙ্গে কথা হয়েছে। তাঁর বলছিল, মুসলিম নাম দেখে দেখে নাম বাদ দেবে। কিন্তু কী দেখা গেল, সব ভারতীয় মুসলিমদের নাম আছে। আর যারা ডাউটফুল বাংলাদেশি মুসলিম, তাদের বাদ গেছে। তাঁর ডকুমেন্ট জমা দিয়ে প্রমাণ দেবে। আমি ধন্যবাদ জানাবো, মুর্শিদাবাদ-মালদা সহ একটা বড় অংশের মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পায় দেয়নি।'

Advertisement
POST A COMMENT