Advertisement

TMC-কে কারা স্থলসেনা, কারা বায়ুসেনা ও কারা নৌসেনা? বোঝালেন অভিষেক, দেখুন

তৃণমূলের 'ডিজিটাল যোদ্ধা'দের নিজেদের ভিন্ন ভিন্ন দায়িত্বের কথা তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা জানান, "আগেকার দিনে যুদ্ধ হত ঘোড়ায় চড়ে, হাতিতে চড়ে। আজ যুদ্ধ হয় আর্মি, এয়ারফোর্স ও নেভির মাধ্যমে। ভারতের যেমন ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি রয়েছে, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও বিষয়টি এক। যে ব্যক্তিরা দেওয়াল লেখেন, বুথে বসেন, প্রচার করেন, সংগঠনের হয়ে কাজ করছেন তাঁরা দলের সম্পদ। তাঁরা দলের আর্মি। আর আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তাঁরা দলের এয়ারফোর্স। আর আমরা যারা সংসদে লড়ছেন, হাইকোর্ট-সুপ্রিম কোর্টে লড়ছেন তাঁরা হল নেভি।"

Advertisement
POST A COMMENT