'লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা জোড়াফুলে ভোট দেবেন। ওই পরিবারের স্বামীদের বলছি, বউদের ঘরে বন্দি রাখুন'। পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। ওই মন্তব্যে তৃণমূলের প্রতিক্রিয়া,'বিজেপি নারীবিরোধী। মহিলাদের ভালো চান না'।