মাদক মামলায় প্রায় এক মাস জেলে কাটাতে হয়েছে। তবে জামিনে মুক্ত পাওয়ার পর এবার ফের শুটিং ফ্লোরে ফিরছেন নায়িকা পরীমনি।
আগামী অক্টোবরের শেষ সপ্তাহে তিনি ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। ওই সিনেমায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় অভিনয় করছেন আলোচিত এই অভিনেত্রী।
রাশিদ পলাশ জানিয়েছেন, ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। জন্মদিনের পরপরই শুটিং শুকু হবে। ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
রাশিদ পলাশ পাঁচ বছর আগেই এ ছবি নির্মাণের ঘোষণা করেছিলেন। কিন্তু নানা প্রতিকূলতায় তা আর হয়ে ওঠেনি। ইউফরসির প্রযোজনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।
২০১৬ সালের সেপ্টেম্বরে ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদিক সম্মেলনের আয়োজন করে ছবিটি নির্মাণের ঘোষণা করা হয়েছিল। কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিবি রাসেল, মাতিয়া বানুর মতো বিশিষ্ট ব্যক্তিরাও ছবিতে যুক্ত থাকবেন বলে জানানো হয়। সেদিন প্রীতিলতার স্মরণে ও চলচ্চিত্র নির্মাণোর অংশ হিসেবে বাংলার প্রীতিলতাডটকম নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
গত ৪ অগাস্ট গ্রেফতার হওয়ার পর তিন দফা রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি । প্রায় এক মাস পর মুক্তি পেয়ে বনানীর বাড়িতে ফিরেছেন পরীমনি।
ঢাকার এক সংবাদ মাধ্যমকে পরীমনি জানিয়েছেম, 'আমি একজন শিল্পী। অভিনয়ের মাধ্যমেই সবাই আমাকে চেনেন। অভিনয় করতে না পারলে মন খারাপ হয়।' তিনি আরও বলেন, 'আগামী মাসেই শুটিংয়ে ফিরবো। পরিচালক, প্রযোজকদের সঙ্গে কথা হচ্ছে। আশা করছি ভালো একটা দিন ঠিক করে আবার শুটিং শুরু করবো।'
ইফতেখার শুভ পরিচালিত 'মুখোশ' সিনেমার শুটিংয়ে সবশেষ অংশ নিয়েছিলেন পরীমনি। জেল থেকে মুক্তি পাওয়ার পর এই ছবির ডাবিংয়ে দুই দিন অংশ নেন তিনি। ঢাকার একটি স্টুডিওতে গত ৭ ও ৮ সেপ্টেম্বর পরীমনি ডাবিং করেছেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
৭ অগাস্ট থেকে চট্টগ্রামের ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পরীমনির; শুটিংয়ের প্রস্তুতির মধ্যেই ৪ অগাস্ট বনানীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
‘প্রীতিলতা’ ছাড়াও নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’ ও বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘বায়োপিক’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি; তবে দুই সিনেমার কবে শুটিং করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতেও কাজ করতে পাড়েন পরী।
ছয় মাস আগে ‘মুখোশ’ নামে একটি চলচ্চিত্রের শুটিংয়ে সবশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন পরীমনি; সেই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আর পরীর সর্বশেষ ছবি ‘স্ফূলিঙ্গ’ মুক্তি পেয়েছে গত মার্চে।
এদিকে পরীমনির স্বাস্থ্য খুব একটা ভাল নেই বলেই খবর। জানা গেছে, জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না পরীমনি। তার মাঝেই প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার শুটিংয়ে ফেরার। ‘প্রীতিলতা’ সিনেমার চিত্রনাট্যকার গোলাম রাব্বানী জানিয়েছেন, জেল থেকে ফিরে পরীমনি অসুস্থ হয়ে পড়েছেন। স্বাভাবিক জীবনে ফেরার জন্য পরীমনি কাজে ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন। প্রীতিলতার চরিত্রটি আরও ভালোভাবে বোঝার জন্য তাকে কিছু বইপত্র দিয়েছি। তিনি সেগুলো পড়ছেন। আগামী মাস থেকেই প্রীতিলতার শুটিং শুরু করব। এর আগেই আশা করি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।