scorecardresearch
 
বাংলাদেশ

Mahiya Mahi: বিচ্ছেদের ৪ মাসের মধ্যে ফের বিয়ে, মাহির পাত্র কে জানেন?

mahiya mahi
  • 1/12

সালটা ২০১৫, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় মুক্তি পিয়েছিল রোমিও বনাম জুলিয়েট। আর এই সিনেমার হাত ধরেই টলিউডে আত্মপ্রকাশ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির। এরপর অগ্নি ২ চলচ্চিত্রে ওমের বিপরীতে দেখা যায় মাহিকে। 

mahiya mahi
  • 2/12

টলিউডে এরপর মাহিয়া মাহিকে আত তেমন ভাবে পাওয়া না গেলেও ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়িকা তিনি।
 

mahiya mahi
  • 3/12

বাংলাদেশের  এই  জনপ্রিয় নায়িকা এবার  দ্বিতীয় বিয়ে করে চর্চায় এসেছেন। অবশ্য গুঞ্জনটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল।
 

mahiya mahi
  • 4/12

বাংলাদেশের গাজীপুরের রাকিব সরকার নামে এক ব্যবসায়ীর সঙ্গে তিনি ঘর বেঁধেছেন এমন খবর সামনে এলেও  এই সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলেই দাবি করছিলেন মাহি।

mahiya mahi
  • 5/12

যদিও বাংলাদেশের গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে সঙ্গে তাঁর  সম্পর্কের খবর ঘুরপাক খাচ্ছিল বিভিন্ন মহলে। 

mahiya mahi
  • 6/12

বেশ কয়েকবার একসঙ্গে দেখাও গিয়েছিল তাঁদের। বেশ কিছুদিন আগে মেহেন্দি রাঙানো হাতে ছবি পোস্ট করেন মাহি। তাঁর পরনে ছিল কমলা রঙের শাড়ি। পাশে দাঁড়িয়ে ছিলেন কামরুজ্জামান। তখন থেকেই তাঁদের সম্পর্কে নিয়ে শুরু হয় জল্পনা।

mahiya mahi
  • 7/12

অবশেষে ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের বিয়ের কথা স্বীকার করেছেন নায়িকা।

mahiya mahi
  • 8/12

ফেসবুকে দেওয়া ওই পোস্টে মাহি নিজের বিয়ের ছবি আপলোড করেন। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো।’

mahiya mahi
  • 9/12


প্রেম করেই  সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি।

mahiya mahi
  • 10/12

চলতি বছরের ২৩ মে তিনি জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিবাহ বিচ্ছেদ করছেন। সেই বিচ্ছেদের প্রায় চার মাস পর নায়িকা মাহিয়া মাহি ফের বিয়ে করলেন। 

mahiya mahi
  • 11/12

কয়েক দিন আগে মাহিয়া মাহি নিজেই আলোচনার জন্ম দিয়েছিলেন ফেসবুক স্ট্যাটাস লিখে। তিনি লিখেছিলেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন।

mahiya mahi
  • 12/12

 
বর্তমানে মাহিয়া মাহি শাহীন সুমন পরিচালিত 'মাফিয়া' নামে ওয়েব সিরিজের শুটিং করছেন।