scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

Bidya Sinha Saha Mim: জন্মদিনেই হবু বরকে সামনে আনলেন, কাকে বিয়ে করছেন মিম?

 Bidya Sinha Saha Mim
 • 1/14

বিদ্যা সিনহা সাহা মিম। বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। নিজের জন্মদিনেই ভক্তদের একটা দারুণ খবর দিলেন তিনি।

 Bidya Sinha Saha Mim
 • 2/14

 জন্মদিনেই বাগদানের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন নায়িকা। 

 Bidya Sinha Saha Mim
 • 3/14

ফেসবুকে হবু স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী  লিখেছেন, ‘৬ বছর আগে তোমার সঙ্গে আমার সকল হাসির শুরু। আজ একটি খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। নতুন এক অধ্যায়ের সূচনা। অবশেষে বাগদান সম্পন্ন।’

 

Advertisement
 Bidya Sinha Saha Mim
 • 4/14

এখন প্রশ্ন হলো, কাকে বিয়ে করছেন মিম? তার হবু বরের পরিচয় জানতে মুখিয়ে উঠেছেন নায়িকার অনুরাগীরা। তবে হবু স্বামীকে প্রকাশ্যে আনলেও এখনও তার সম্পর্কে বিস্তারিত জানাননি মিম। স্ট্যাটাসে তিনি বরের নাম-পরিচয় দেননি।

 Bidya Sinha Saha Mim
 • 5/14

এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে অনেকের সঙ্গেই মিমের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে তা নিয়ে মুখ খোলেননি নায়িকা। অবশেষে মিম নিজেই তার জীবনের বিশেষ মানুষটিকে সামনে নিয়ে এলেন। আর এই সারপ্রাইজের জন্য বিশেষ দিনটিকেই বেছে নিয়েছেন তিনি।

 Bidya Sinha Saha Mim
 • 6/14

তবে মিম নিজের হবু বরের পরিচয় গোপন রাখলেও নায়িকার সহকারীর সূত্রে জানা গিয়েছে তাঁর জীবনের বিশেষ ব্যক্তির পরিচয়।

 

 Bidya Sinha Saha Mim
 • 7/14

মিমের হবু স্বামীর নাম সনি পোদ্দার। 

 

Advertisement
 Bidya Sinha Saha Mim
 • 8/14

পাত্রের বাড়ি কুমিল্লায়, পেশায় তিনি ব্যাঙ্কার। বর্তমানে সিটি ব্যাঙ্কে কর্মরত।

 Bidya Sinha Saha Mim
 • 9/14

 ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম। 

 Bidya Sinha Saha Mim
 • 10/14

বুধবার সন্ধ্যায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে  বাগদান সেরেছেন নায়িকা।

 Bidya Sinha Saha Mim
 • 11/14

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। 

Advertisement
 Bidya Sinha Saha Mim
 • 12/14

শুরুতেই সুযোগ পেয়ে যান  কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নায়িকাকে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

 Bidya Sinha Saha Mim
 • 13/14

বর্তমানে মিমের হাতে রয়েছে ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ নামে দুটি সিনেমার কাজ। 

 Bidya Sinha Saha Mim
 • 14/14

আর মুক্তির অপেক্ষায় রয়েছে  ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।

Advertisement