scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

Porimoni Kolkata Visit: হাতে সিগারেট, সাউথ সিটিতে চুটিয়ে শপিং, কলকাতার রাজপথে পরীমনি

Porimoni Kolkata Visit
 • 1/14


দীপাবলির দিন সবাই যখন মেতে উৎসব আনন্দে, তখন কলকাতায় পা রেখেছিলেন পরীমনি। 

Porimoni Kolkata Visit
 • 2/14

 ঢাকা থেকে সোজা কলকাতার পাঁচতারা হোটেলে এসে ওঠেন নায়িকা। 
 

Porimoni Kolkata Visit
 • 3/14

বৃহস্পতিবার কলকাতা পৌঁছে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একসঙ্গে একাধিক ছবি পোস্ট করে অনুরাগীদের সে কথা জানিয়ে দেন নায়িকা।
 

Advertisement
Porimoni Kolkata Visit
 • 4/14

হলুদ এবং কালো রং মেশানো পোশাকে একাধিক ছবি তুলেছেন পরীমনি।

Porimoni Kolkata Visit
 • 5/14

 কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি তুলেছেন।  ছবিগুলোর উপরে লেখা, ‘হ্যাপি ল্যান্ডিং’ অর্থাৎ ভালো ভাবে নেমে পড়েছি। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’।

Porimoni Kolkata Visit
 • 6/14

ছবিগুলি ট্যাগ করেছেন কলকাতার তাজ বেঙ্গলের পেজে। তাই বোঝাই যাচ্ছে কলকাতার তাজ হোটেলে এসে ছিলেন তিনি। তবে কী কারণে এসেছেন সেই বিষয়ে অবশ্য কিছুই জানাননি পরিমনি।

Porimoni Kolkata Visit
 • 7/14

কিন্তু হঠাৎ এপার বাংলায়  কেন এলেন  নায়িকা? যদিও কলকাতা সফরের কোনো কারণ জানাননি তিনি। তবে পরীমনির ঘনিষ্ঠ সূত্রে খবর, চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন নায়িকা।
 

Advertisement
Porimoni Kolkata Visit
 • 8/14

তবে কলকাতায় এসে চুটিয়ে মজা করেছেন বাংলাদেশি নায়িকা।
 

Porimoni Kolkata Visit
 • 9/14

মন ভরে শপিং করেছেন।
 

Porimoni Kolkata Visit
 • 10/14

একটি ছবিতে তার হাতে সিগারেটও দেখা গেছে। 

Porimoni Kolkata Visit
 • 11/14

শহর ছাড়ার পর নায়িকা লিখেছেন, 'মিসিং কলকাতা।'

Advertisement
Porimoni Kolkata Visit
 • 12/14

গত জুন মাস থেকে পরীমনিকে নিয়ে তোলপাড় বাংলাদেশের গোটা চলচ্চিত্র জগৎ। প্রথমে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। তারপর মাদক মামলায় নিজেই গ্রেফতার হন। জেলেও থাকতে হয়। জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে তার একের পর এক বার্তা বারবার পরীকে  চর্চায় নিয়ে আসে।

Porimoni Kolkata Visit
 • 13/14

বর্তমানে পরীমনিঅভিনীত ‘স্ফুলিঙ্গ’ এবং ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। 

Porimoni Kolkata Visit
 • 14/14

শুটিং চলছে একাধিক সিনেমার। এর মধ্যে গিয়াসউদ্দিস সেলিমের ‘গুনিন’ এবং রশিদ পলাশের ‘প্রীতিলতা’ অন্যতম। তারই ফাঁকে হঠাৎ ঝটিতা সফরে কলকাতায় নায়িকা।

Advertisement