scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

PHOTOS: জাল ফেলতেই ৫০ লক্ষ টাকার ইলিশ! মাঝি গিফট পেলেন সোনার চেন

ইলিশ ধরে লাখপতি
  • 1/7

ইলিশ ধরে লাখপতি। এতো পরিমাণ ইলিশ নাকি আগে দেখাই যায়নি। সম্প্রতি বাংলাদেশে এমনটাই হয়েছে। সেখানে একটি ট্রলারে বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়েছে। (সব ছবি প্রতীকী)

এক বাংলাদেশি
  • 2/7

এক বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার রাতে বাংলাদেশের পাথরঘাটা উপজেলা মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের মালিকানাধীন একটি ট্রলার গভীর সমুদ্রে যায়। 

এতো পরিমাণ মাছ
  • 3/7

এতো পরিমাণ মাছ ওঠে যে, ট্রলারেই রাখার জায়গা হয়নি। শেষে ট্রলারটি বন্দরে ফিরে আসে সোমবার রাতে। মঙ্গলবার সকালে সেই মাছ বিক্রি শুরু হয়। 

Advertisement
জানা গিয়েছে
  • 4/7

জানা গিয়েছে, ট্রলারে এতো মাছ দেখে অবাক হয়ে যান সকলে। প্রায় ৫০ লাখ টাকার ইলিশ বিক্রি হয়। 

ট্রলারের মাঝি
  • 5/7

ট্রলারের মাঝি মঃ ইমরান হোসেন বলেন, একসঙ্গে এত মাছ কখনও দেখিনি। মাঝিরা তো মাছ না পেয়েই ফিরে আসছে। আমরাও এতো পাছ পেয়ে অবাক হয়ে গিয়েছি। 

স্থানীয় ট্রলার
  • 6/7

স্থানীয় ট্রলার মালিক সমিতির সভাপতি জানান এতো পাছ ইদানিং ওঠেনি। ইলিশে ভরা মরসুম হলেও এতো ইলিশ সেভাবে ওঠেনি। এই প্রথম এতো ইলিশ দেখা গেল।

ইলিশ বিক্রিতে
  • 7/7

ইলিশ বিক্রিতে বিরাট লাভ হওয়ায় খুশি ট্রলার মালিক। তিনি মাঝিদের সোনার চেন উপহার দিয়েছেন। কার্যত রাতারাতি লাখপতি হয়ে গিয়েছেন মাঝিরাও।
 

Advertisement