scorecardresearch
 

ফের বিপাকে খালেদা, জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরে এবার নাম জড়ালো প্রাক্তন প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে এখনও উত্তাল হয়ে রয়েছে গোটা বাংলাদেশ। এই ঘটনায় এবার বিএনপির চেয়ারাপার্সেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হল ঢাকার আদালতে। বিএনপি নেত্রী ছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সেন তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদকরের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক এই মামলা করেন৷

Advertisement
Khaleda Zia Khaleda Zia
হাইলাইটস
  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে তোলপাড় বাংলাদেশ
  • তার মাঝেই এবার মামলা খালেদা জিয়ার নামে
  • প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হল মামলা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে এখনও উত্তাল হয়ে রয়েছে  গোটা বাংলাদেশ। এই ঘটনায় এবার বিএনপির চেয়ারাপার্সেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হল ঢাকার আদালতে। বিএনপি নেত্রী ছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সেন তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদকরের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক  এই মামলা করেন৷

রেহাই পেলেন না বঙ্গবন্ধুও, ভাস্কর্য বিতর্ক ঘিরে উত্তাল ওপার বাংলা

ভাস্কর্যবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি চেয়ারপার্সেন  খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী অভিযোগ করেছেন  চলতি বছরের ১৩ নভেম্বর রাজধানী ঢাকার  তোফখানা রোডের বিএমএ ভবন মিলনায়তনে হেফাজতে ইসলামের একটি আলোচনা সভায় সংগঠনটির যুগ্ম মহাসচিব বলেন, ‘বাংলাদেশে কোনও ধরনের ভাস্কর্য থাকবে না এবং জাতির পিতার ভাস্কর্য করতে দেওয়া হবে না।’ গত ২৭ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের বর্তমান ভারপ্রাপ্ত আমির জুনায়েদ বাবুনগরী বলেন, ‘মদিনা সনদের নিয়মে যদি দেশ চলে তাহলে কোনও প্রকার ভাস্কর্য থাকতে পারবে না।’ ভাস্কর্য নির্মাণ বন্ধ না করলে আরও একটি শাপলা চত্বর ঘটাবেন বলে সরকারকে হুমকি দেন তিনি।

'পাকিস্তানকে কক্ষনো ক্ষমা নয়!', ইমরানের দূতকে বার্তা হাসিনার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে বাংলাদেশের  সংখ্যাগুরুদের একটা বড় অংশের আপত্তি রয়েছে। এ নিয়ে তরজা চলছে বহুদিন ধরেই। এর মাঝেই  গত সপ্তাহে কুষ্টিয়া পৌরসভা শহরের পাঁচ মাথার মোড়ে  রাতের অন্ধকারে ভাঙা হয় বঙ্গবন্ধুর নির্মিয়মাণ ভাস্কর্য। এর পরেই ডাকাসহ বগুড়া, গোপালগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, নীলফামারী, শরীয়তপুর, নোয়াখালী  বিভিন্ন জেলায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে পথে নেমেছেন সব শ্রেণির মানুষ। 

এদিকে বিএনপির চেয়ার চেয়ারপার্সেন খালেদা জিয়ার বিরুদ্ধে আরও ৩৪টি মামলা রয়েছে। দুর্নীতি, যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা, সহিংসতা, নাশকতা ও রাষ্ট্রদ্রোহ এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগে এসব মামলা করা হয়। এর মধ্যে ১৯টি মামলা বর্তমানে বিচারাধীন। আদালতের নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমানে যে ৩৪টি মামলা রয়েছে, তার মধ্যে দুর্নীতির অভিযোগ আছে ৪টি। অন্য ৩০টি মামলা ২০১৪ সালের পর বিভিন্ন সময়ে হয়েছে। মূলত রাষ্ট্রদ্রোহ, হত্যা, ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, ভুয়া জন্মদিন পালনের অভিযোগে এসব মামলা হয়। পুলিশ, সরকারি দলের নেতা-কর্মী ও আইনজীবীরা এসব মামলা করেছেন। এর মধ্যে ২৫টি মামলা হয়েছে ঢাকায়। কুমিল্লায় তিনটি এবং পঞ্চগড় ও নড়াইলে একটি করে মামলা রয়েছে। গত মার্চেই বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল  সরকার।

Advertisement


Advertisement