Advertisement
মনোরঞ্জন

PHOTOS: তিন বছর পূর্তি, অঙ্কিতা-ভিকির প্রেমের কাহিনি

  • 1/10

সম্প্রতি সম্পর্কের তিন বছর পূর্ণ করলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন। বাড়িতেই ছোট্ট পার্টিতে সেলিব্রেট করলেন এই বিশেষ দিন।

  • 2/10

তাঁর অনুরাগীরাও এই উপলক্ষে প্রচুর উপহার পাঠান তাঁকে। পার্টিতে লাল রঙের পোশাক পরে ছিলেন অঙ্কিতা। সোশাল মিডিয়ায় পার্টির ছবি শেয়ার করে ফ্যানদের ধন্যবাদ জানান অভিনেত্রী।

  • 3/10

এর আগে ভিকির সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। যা বেশ ভাইরাল হয়েছিল।

 

Advertisement
  • 4/10

অঙ্কিতা পোস্টে লেখেন, গত কালকের দিনটা আমার আর ভিকির জন্য খুবই স্পেশাল ছিল। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ আপনাদের অকুণ্ঠ ভালোবাসা পাই। আপনারা শুভেচ্ছার সঙ্গে প্রচুর উপহারও পাঠিয়েছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • 5/10

এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি চেষ্টা করেছি যাতে আপনাদের পাঠানো সমস্ত উপহারের ছবি আপলোড করতে পারি।

  • 6/10

আমার কাছে এই খুশি ব্যক্ত করার ভাষা নেই। প্রত্যেকটি উপহার আবেগে ভরা ছিল। আপনারা সত্যিই আমার জন্য ভীষণ স্পেশাল। তবে একটা অনুরোধ, এতটা টাকা গিফ্টের পিছবে খরচ করবেন না প্লিজ।

  • 7/10

এই টাকা সেই সমস্ত মানুষদের জন্য খরচ করুন যাঁদের এটার সত্যিই প্রয়োজন রয়েছে। এতেই আমাদের সকলের সার্থকতা। আমি আর ভিকি এটা বলে বোঝাতে পারব না আমরা আপনাদের কতটা ভালোবাসি।

Advertisement
  • 8/10

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অঙ্কিতা ভিকির সঙ্গে সম্পর্কে জড়ান। এর মাঝে বহুবার তাঁকে সোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে। সুশান্তের ফ্যান তাঁকে বহুবার আক্রমণ করেন সোশাল দেওয়ালে।

  • 9/10

মাঝে কাস্টিং কাউচ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন অঙ্কিতা। বলিউড এবং দেশের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী ভাবে বহু অভিনেত্রীকে শোষনের শিকার হতে হয় তা নিয়ে মুখ খোলেন তিনি।

  • 10/10

তিনি জানান, তাঁকে প্রযোজকের সঙ্গে শোয়ার বিনিময়ে কাজের অফার করা হয়েছিস। যদি তা তিনি প্রত্যাখ্যান করেন।

Advertisement