Advertisement
নির্বাচন

মদনের পর সব্যসাচী, TMC-BJP দু'পক্ষের প্রচারেই মহিমা

 Mahima Chowdhury
  • 1/6

সোমবার বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের হয়ে ভোট প্রচারে দেখা গেল বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরিকে। 
 

 Mahima Chowdhury
  • 2/6

সব্যসাচী দত্তের  সঙ্গে হুডখোলা জিপে লেকডাউন এলাকায় প্রচার করতে দেখা যায় মহিমাকে।  দমদম পার্ক থেকে শুরু করে যশোর রোড হয়ে দক্ষিনদারি সহ বিভিন্ন এলাকায় সব্যসাচী দত্তের জন্য ভোট চান মহিমা।

 Mahima Chowdhury
  • 3/6

 মাঝেই মহিমা চৌধুরী বলেন, ''সব্যসাচী দত্তর হয়ে প্রচার করা জরুরি। ওনাকে সমর্থন করাটা জরুরি।সবাইকে বলব,দাদা মেয়র ছিল খুব ভালো কাজ করেছেন ওনাকে সমর্থন করুন।'' 
 

Advertisement
 Mahima Chowdhury
  • 4/6

তবে সব্যসাচী দত্তের হয়ে মহিমা প্রচারের ময়দানে নামতেই নতুন এক প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এর আগে গত ৫ এপ্রিল কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের হয়ে প্রচারে দেখা গিয়েছিল তাঁকে।
 

 Mahima Chowdhury
  • 5/6

মদনের  হয়ে কামারহাটি বিধানসভা কেন্দ্রে প্রচার করেছিলেন মহিমা চৌধুরী। তৃণমূল প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে জয়যুক্ত করার আবেদন করতে দেখা গিয়েছিল নাইন্টিজের গ্ল্যাম-গার্ল মহিমা চৌধুরীকে।

Mahima Chowdhury
  • 6/6

তার ৭ দিনের মাথায় এবার বিজেপি প্রার্থীর হয়ে প্রচারের ময়দানে মহিমা। তারকাদের ভোট প্রচারে গ্রহণযোগ্যতা নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিল এই ঘটনা। 

Advertisement