কখনও চাঁদি ফাটা গরম। কখনও হাড় হিম করে দেওয়া ঠান্ডা। কখনও ডাকাতের ভয়। বলিউড স্টারদের নানা প্রতিকুল অবস্থার মধ্যে শুটিং করতে হয়। বিষয়টি স্ক্রিনে দেখতে বেশ রিয়েলিস্টিক লাগলেও আদপে স্টারদের জন্য এই পরিস্থিতি একেবারেই সহজ হয় না। সম্প্রতি জয়সলমের-এ কঙ্গনা রানাওয়াত তেজস ছবির শুটিংয়ের ছবি শেয়ার করেছেন যেখানে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছিল। দেখে নেওয়া যাক এমন কিছু শুটিং লোকেশন, যেখানে শুট করা খুব কঠিন ছিল স্টারদের জন্য।
দিলওয়ালে
প্রথমবার শাহরুখ-কাজল জুট সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হয়। সিনেমার হিট গান রং দে তু মোহে গেরুয়া-র শুটিং হয় আইসল্যান্ডের কনকনে ঠান্ডায়। কাজলকে সেই ঠান্ডায় স্লিভলেস পোশাকে দেখা গিয়েছে। একটি সাক্ষাৎকারে শাহরুখ জানান, খুব উঁচু জায়গা থেকে পড়তে পড়তে বেঁচেছেন।
কাবুল এক্সপ্রেস
জন আব্রাহাম আর আরশাদ ওয়ারসি-র ছবি শুট করা হয়েছিল কান্দাহারে। এটা আফগানিস্তানের দ্বিতীয় সবচেয়ে বড় শহর। যে সময়ে ছবির শুটিং হয় সে সময় তালিবানি রাজ চলছে সে দেশে। পরিচালক কবীর খান সাক্ষাৎকারে বলেছেন, শুটিংয়ের সময় সন্ত্রাসবাদীদের হুমকিও পেয়েছেন তিনি। খুব কষ্টে সিনেমার শুটিং শেষ করেন তিনি।
জব উই মেট
ইমতিয়াজ আলি পরিচালিত কাল্ট ছবি জব উই মেট-এর ইয়ে ইশ্ক হায় গানটির কিছু অংশ রোটাং পাসে শুট করা হয়েছিল। এর উচ্চতা ১৩ হাজার ফুট। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়, কখনও তুষার ঝড়ের কারণে বহু মানুষ বিপদে পড়েছেন এখানে।
দ্য হিরো - লাভ স্টোরি অফ আ স্পাই
ছবির ক্লাইম্যাক্স শুট করা হয় সুইৎজারল্যান্ডের স্ফিংস অবজার্ভেটরি-তে। উঁচু পাহাড়ি অঞ্চলে হওয়ার সঙ্গে সঙ্গে খুব ঠান্ডা। তাপমাত্রা থাকে হিমাঙ্কের নীচে।
জিদ জিৎ কী
আমিত সাধ-এর ওয়েব সিরিজ জিদ জিৎ কী-র শুটিং হয়েছিল মানালির পাহাড়ি অঞ্চলে প্রায় ১২ হাজার ফুট উচ্চতায়। একে তাপমাত্রা কম। তার উপর বাতাসে অক্সিজেন কম থআকায় শুটিং করতে খুবই অসুবিধায় পড়েন ইউটিনের সকলে।
পান সিং তোমর
ইরফান খান অভিনীত পান সিং তোমরের শুটিং হয়েছিল চম্বলের ডাকাত সঙ্কুল অঞ্চলে। শুটিং চলাকালীন যে কোনও সময় ডাকাতের দল হানা দিতে পারত।
লাকি, নো টাইম ফর লাভ
সলমন খান এবং স্নেহা উল্লাল অভিনীত সিনেমাটির অনেক অংশ শুটিং হয়েছিল রাশিয়ায়। প্রবল ঠান্ডার মধ্যে শুটিং করতে বেশ সমস্যায় পড়েন ফিল্মের ইউনিট। একটি সাক্ষাৎকারে তাঁরা জানান, রাত সাড়ে ১২টা পর্যন্ত দিনের আলো থাকত। আবার ভোর ৪টের মধ্যে আলো ফুটে যেত। তার মধ্যে হিমাঙ্কের নীচে তাপমাত্রা আর বরফের ঝড়।