
বরাবরই স্বাস্থ্য সচেতন হিসাবে পরিচিত মালাইকা অরোরা। বছরে খুব কম দিন যায় যেদিন, তিনি নিজের ফিটনেস রিজিম ফলো করেন না।

জিমে হোক, যোগা সেশন বা স্রেফ মুম্বইয়ের রাস্তায় জগিং! পাপারাৎজিদের তিনি অত্যন্ত পছন্দের সেলিব্রিটি।

বৃহস্পতিবার সকালে যোগা সেশনে যাওয়ার সময় ফ্রেমবন্দী হলেই মালাইকা।

বান্দ্রায়ে যোগা ক্লাসে যাচ্ছিলেন অভিনেত্রী।

তাই পরনেও একেবারে হালকা পোশাক। কালো স্পোর্টস ব্রা,সাদা স্প্যাগেটির সঙ্গে কাল-নীল মেশানো শর্টস পরেছেন তিনি।

সেই সঙ্গে মুখে রয়েছে কালো রঙের মাস্ক। তবে পায়ে রয়েছে সাদা স্লিপারস

ফ্যাশন সেন্স এবং পোশাকের জন্য তিনি প্রায়ই চর্চায় থাকেন মালাইকা অরোরা।

তবে জিম যাওয়ার পথে রাস্তার এক কুকুর ছানাকে আদর করছিলেন মালাইকা।

ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তও। এর আগেও তাঁর অনেক পোস্টে দেখা গেছে মালাইকার জীবপ্রেম।

কিছুদিন আগেই বান্দ্রায় রাস্তায় কার্ডিও এক্সারসাইজ করতে দেখা গিয়েছিল তাঁকে।

রাস্তার ধারের প্রভু জিশুর এক ক্রশে প্রার্থনা সেরে ছিলেন অভিনেত্রী।

মুম্বইয়ের রাস্তায় জগিং করছেন মালাইকা।

সঙ্গে ছিলেন তাঁর ট্রেনার। অভিনেত্রীর মুখে মাস্ক থাকলেও ট্রেনারের মুখে কিন্তু মাস্ক নেই।

সম্পর্কের সমীকরণ হোক বা বর্তমান বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক হোক, মালাইকা বরাবরই যথেষ্ট খোলামেলা।

সমস্ত ছবি লেন্সবন্দী করেছেন- যোগেন শাহ