
সোশাল মিডিয়ায় তো ভীষণ সক্রিয় থাকেন তাপসী। নিজের চিন্তাধারা এবং লাইফস্টাইল নিয়ে বরাবরাই সোজাসাপ্টা নায়িকা। বাড়ির অন্দর থেকে মাঝে মধ্যেই ছবি শেয়ার করেন তিনি।

অভিনয় নিয়েও বেশ চর্চায় থাকেন তাপসী। মুম্বইয়ের অন্ধেরিতে ২ বি এইচ কে ফ্ল্যাটে থাকেন তিনি। আর অন্দরমহলটি বেশ জমকালো।

তাপসীর বোন শগুন-ও অ্যাপার্টমেন্টের ছবি শেয়ার করেন। ২০১৮ সালে নতুন বাড়িতে শিফ্ট করেন।

ঘরে একটি জায়ান্ট ওয়াল ক্লক রয়েছে। যার সামনে দাঁড়িয়ে তিনি একাধিক ছবি তুলে শেয়ার করেছেন।

যোগা এবং এক্সারসাইজ করার সময় মাঝে মাঝেই ছবি শেয়ার করেন তাপসী। যেখানে বাড়ির সুন্দর ইন্টিরিয়র দেখা যায়।

বারান্দাটিও খুবই সুন্দর। বেশ কিছু গাছ চোখে পড়বে সেখানে। ছবি দেখে আরও একটা বিষয় স্পষ্ট যে তাপসীর পেইন্টিংয়ের শখ রয়েছে।

নিজের বেডরুমটি খুব সুন্দর করে সাজিয়েছেন তিনি। অনেক ছবিও দেখা যাবে সেখানে।

আপাতত একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তাঁর বাড়িতে আযকর দফতরের রেইড হয়। একই সঙ্গে পরিচালক অনুরাগ কশ্যপের বাড়িতেও রেইড হয়।

ছবি সৌজন্য: তাপসীর ইনস্টাগ্রাম