Advertisement
মনোরঞ্জন

Alivia Sarkar: থাইল্যান্ড ভ্যাকেশনে বিকিনিতে অলিভিয়া, বোল্ড ছবিতে মন মজেছে নেটিজেনদের

  • 1/9

ছোটপর্দা ও ওটিটি -র পরিচিত মুখ অলিভিয়া সরকার। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন তিনি। জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন অনুগামীদের সামনে। 

  • 2/9

সম্প্রতি ভ্যাকেশনে গিয়েছিলেন অলিভিয়া। অভিনেত্রীর ডেস্টিনেশন ছিল থাইল্যান্ড। তবে একা নয়, সঙ্গে ছিল প্রিয় মানুষ। 

  • 3/9

আসলে নিজের গার্ল গ্যাং-এর সঙ্গে অভিনেত্রী গিয়েছিলেন ঘুরতে। এক বান্ধবীর ব্যাচেলরেট পার্টি করতেই সকলে পাড়ি দিয়েছিলেন থাইল্যান্ডে। 


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alivia Sarkar (@reel2alivia)

Advertisement
  • 4/9

থাইল্যান্ডের ক্যারন বীচ, মায়া বে, প্রমথেপ কেপ, ফুকেটের মতো স্থানের নানা আনন্দের লেন্সবন্দী মুহূর্ত শেয়ার হয়েছে অলিভিলার সোশ্যাল পেজে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alivia Sarkar (@reel2alivia)

  • 5/9

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে অলিভিয়া তৈরি করছেন নতুন স্টাইল স্টেটমেন্ট। বিকিনিতে সকলের সামনে ধরা দিলেন তিনি। সঙ্গে রয়েছে ম্যাচিং স্রাগ।   


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alivia Sarkar (@reel2alivia)

  • 6/9

অভিনেত্রীর বোল্ড লুকে মন মজেছে নেটিজেনদের। তাঁর কমেন্ট বক্স ভরেছে প্রশংসায়। কেউ তাকে তুলনা করেছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে, তো কেউ আবার আবদার করেছেন এরকম আরও ছবি শেয়ার করার জন্য। 

  • 7/9

'ডান্স বাংলা ডান্স' দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অলিভিয়া সরকার। এরপর 'সীমারেখা', 'জয়ী' সহ আরও বেশ কয়েকটি ধারাবাহিকে তিনি অভিনয় করেন। মাঝে ছোটপর্দা থেকে বিরতি নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত ছিলেন তিনি। 

Advertisement
  • 8/9

'ব্রেক আপ স্টোরি', 'রক্তবিলাপ', 'মন্টু পাইলট' (সিজন ১ ও ২), 'মার্ডার বাই দ্য বে'-র মতো ওয়েব সিরিজে সকলের মন জয় করেছেন অভিনেত্রী।

  • 9/9

অলিভিয়া সরকার অভিনীত 'লেডি চ্যাটার্জি' ও 'আবার অরণ্যের দিনরাত্রি' ছবিগুলি মুক্তি পাবে খুব শীঘ্রই। (ছবি সৌজন্য:ইনস্টাগ্রাম)

Advertisement