scorecardresearch
 

Anushka Sharma: ঝুলনের বায়েপিকে অনুষ্কা! বছরের শেষেই শুরু শুটিং

মিতালি রাজের বায়েপিক শাবাশ মিতু-র কাজ জোর কদমে চলছে। সেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। এর মধ্যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের আর এক গুরুত্বপূর্ণ সদস্য বাংলার মেয়ে ঝুলন গোস্বামীর বায়েপিক নিয়েও কথা শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে ঝুলনের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেত্রী অনুষ্কা শর্মা-কে।

Advertisement
অনুষ্কা শর্মা - ঝুলন গোস্বামী অনুষ্কা শর্মা - ঝুলন গোস্বামী
হাইলাইটস
  • গত বছরই নাকি ছবির কাজে হাত দেওয়া ইচ্ছে ছিল অনুষ্কার তবে করোনা মহামারীর জেরে তা সম্ভব হয়নি।
  • গত বছর জানুয়ারিতে কলকাতায় ইডেন গার্ডেন্সে ভারতীয় দলের জার্সি গায়ে ঝুলনের সঙ্গে দেখা গিয়েছিল অনুষ্কাকে।
  • প্রথমে সৌজন্য সাক্ষাৎ মনে করা হলেও পরবর্তী কালে তা নিয়ে জল্পনা শুরু হয়।

বছর পাঁচেক আগে প্রাক্তন ভারতীয় পুরুষ দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (M S Dhoni) বায়োপিক বেশ হিট করেছিল। মাঝে কুস্তি নিয়ে দঙ্গল, সুলতানের মতো ছবি মুক্তি পেয়েছে। এখন মিতালি রাজের (Mithali Raj) বায়েপিক শাবাশ মিতু-র (Shabaash Mithu) কাজ জোর কদমে চলছে। সেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু (Taapsee Pannu)। এর মধ্যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের আর এক গুরুত্বপূর্ণ সদস্য বাংলার মেয়ে ঝুলন গোস্বামীর (Jhulan Goswami Biopic) বায়েপিক নিয়েও কথা শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে ঝুলনের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেত্রী অনুষ্কা শর্মা-কে (Anushka Sharma)।

সূত্রের খবর, গত বছরই নাকি ছবির কাজে হাত দেওয়া ইচ্ছে ছিল অনুষ্কার তবে করোনা মহামারীর জেরে তা সম্ভব হয়নি। গত বছর জানুয়ারিতে কলকাতায় ইডেন গার্ডেন্সে ভারতীয় দলের জার্সি গায়ে ঝুলনের সঙ্গে দেখা গিয়েছিল অনুষ্কাকে। প্রথমে সৌজন্য সাক্ষাৎ মনে করা হলেও পরবর্তী কালে তা নিয়ে জল্পনা শুরু হয়। বলি মহলের খবর, সিনেমাটি নিয়ে নাকি বেশ সিরিয়াস অনুষ্কা। তবে সিনেমা এখনও প্রাথমিক কথাবার্তার স্তরেই রয়েছে।

গত বছর ইডেনে ঝুলনের সঙ্গে অনুষ্কা

সূত্রের খবর, ছবির গল্প এবং চিত্রনাট্য লেখার কাজ চলছে। সেটা চূড়ান্ত হলে পরিচালক এবং ছবির বাকি কাস্ট ঠিক করা হবে। সেই অনুযায়ী ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন অনুষ্কা। তবে এ ক্ষেত্রে অনুষ্কার অ্যাডভান্টেজ রয়েছে। কারণ বাড়িতেই ক্রিকেট নিয়ে আলোচনার করার জন্য যোগ্য সঙ্গী বিরাট রয়েছেন। ফলে প্রস্তুতিতে বাড়তি অক্সিজেন পাবেন তা নিঃসন্দেহে বলা যায়। সব কিছু ঠিক মতো চললে বছরের শেষ দিকে শুটিং শুরু হতে পারে বলে জানা গিয়েছে।

Advertisement

মিতালি রাজ তো বটেই, সারা বিশ্বে মেয়েদের ক্রিকেটে অনন্য নজির রয়েছে ঝলনেরও। ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর জাতীয় দলে অভিষেক ঘটে। এখনও পর্যন্ত ১১টি টেস্ট, ১৮৯টি একদিনের ম্যাচ এবং ৬৮টি টি টোয়েন্টি ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ঝুলন। সব মিলিয়ে তাঁর ঝুলিতে ৩৩৩ উইকেট রয়েছে। তিন ফর্ম্যাটে করেছেন ১৭৯৫ রান। ক্যাচ নিয়েছেন ৯৩টি এবং রান আউট করেছেন ২৪ বার।

 

Advertisement