আজ এক বছর হয়ে গেল তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। মানুষ চলে যান, কিন্তু স্মৃতি রয়েছে যায়। ইরফান (Irrfan Khan) তো শুধুমাত্র স্মৃতিতে নয়, বেঁচে রয়েছেন বলিউডের রুপোলি পর্দাতেও, বেঁচে রয়েছেন কোটি কোটি ভক্তের হৃদয়ে। চিরকাল থাকবেন। অভিনয়ের জগতে তাঁর আসন অটুট থাকবে। ইরফান খানের প্রথম মৃত্যু বার্ষিকীতে বলিউডের বহু তারকা তাঁকে স্মরণ করলেন।
অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor) লিখেছেন, 'The outstanding legacy you have left behind will always be cherished by all of us!' ইনস্টাগ্রাম স্টোরিতে ইরফানের ছবি শেয়ার করে পোস্ট লিখেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে ইরফান খানকে শ্রদ্ধা জানানোর তালিকায় রয়েছেন অভিনেত্রী দিয়া মির্জাও (Dia Mirza)। ব্যক্তিগত জীবনেও তিনি একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে চলেছেন। সম্প্রতি সোশাল পোস্ট করে জানিয়েছেন তিনি প্রেগনেন্ট। দিয়া ইরফানের ছবি শেয়ার করে লেখেন, 'Love and respect always.'
অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda) ইরফান খানের একটি মনোক্রোম ছবি পোস্ট করেন। অভিনেতা হিসাবে এবং মানুষ হিসাবে অরফান খানকে তিনি কতটা শ্রদ্ধা করতেন তা তাঁর পোস্ট দেখলেই বোঝা যাবে। রণদীপ লিখছেন, 'I suppose in the end, the whole life becomes an act of letting go. #Irrfan'
অভিনেতা গায়ক এবং গীতিকার পীযূশ মিশ্রও (Piyush Mishra) পুরনো সহকর্মীকে স্মরণ করেছেন। পান সিং তোমর ছবিতে এক সঙ্গে কাজ করেছেন পীযূশ এবং ইরফান। সিনেমার বেশ কয়েকটি ছবি এক সঙ্গে শেয়ার করেন পীযূশ। পোস্টে তিনি লেখেন, 'পেয়ারে ইরফান Rest in peace.'
ইরফান খানের বড় ছেলে বাবিল খানও (Babil Khan) বাবাকে আবেগপূর্ণ পোস্ট লিখে স্মরণ করেছেন। যদিও তাঁর আলাদা করে স্মরণ করার প্রয়োজন পড়ে না। সারা বছর ধরেই তিনি নানা সময়ে ইরফান সম্পর্কে নানা পোস্ট লিখে নিজের শূন্যতার কথা, মন খারাপের কথা তুলে ধরেছেন। বাবিল লিখছেন, 'Chemo burns you from the inside, so to find joy in the simple things, like building your own table to write your own journals. There is a purity, I have not yet discovered. There is a legacy that has already been concluded by my Baba himself. A full stop. Nobody can ever replace him. Nobody will ever be able to. To the greatest best friend, companion, brother, father, I ever had and ever will have.'
বাবিল আরও লেখেন, 'I love you so much, for the rest of this chaos we are choosing to call life. I miss you, more than all that shah-Jahan/mumtaz stuff; I would have built a space monument that could have taken us to the furthest parts of a blackhole singularity you were always intrigued by, but I would have been there with you Baba, and we could have gone together, hand in hand. (Exploring the last mysteries)'