Deepika Padukone Pregnant- Baby Bump: দীপিকার নজরকাড়া প্রেগন্যান্সি গ্লো! লং ড্রেসেও স্পষ্ট রণবীর পত্নীর বেবি বাম্প

Deepika Padukone: পাপারাৎজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দী হয় অভিনেত্রীর বেবি বাম্প। এত ভাল ভাবে এই প্রথম নায়িকার বেবি বাম্প বোঝা যায়।  শুক্রবার নিজেই ইনস্টা স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করেন মম-টু-বি দীপিকা।

Advertisement
দীপিকার নজরকাড়া প্রেগন্যান্সি গ্লো! লং ড্রেসেও স্পষ্ট রণবীর পত্নীর বেবি বাম্প দীপিকা পাড়ুকোন (ছবি: ফেসবুক)

এই মুহূর্তে নেটমাধ্যমে ট্রেন্ডিং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ভোট দিতে গিয়ে, অর্ন্তঃসত্ত্বা নায়িকার নানা ছবি- ভিডিও ভাইরাল হয়। অত্যন্ত সাবধানে স্ত্রীকে নিয়ে ভোটকেন্দ্রে ঢোকেন রণবীর। পাপারাৎজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দী হয় অভিনেত্রীর বেবি বাম্প। এত ভাল ভাবে এই প্রথম নায়িকার বেবি বাম্প বোঝা যায়।   

শুক্রবার নিজেই ইনস্টা স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করেন মম-টু-বি দীপিকা। যেখানে আবারও স্পষ্ট বেবি বাম্প। একটি হলুদ রঙা লং স্প্যাগেটি গাউন পরেছেন রণবীর ঘরণী। নো- মেকআপ লুকের সঙ্গে হেয়ার বান করেছেন তিনি। তাঁর এই সিম্পল লুকের প্রেমে পড়ছেন বহু নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গড়িতে ভাইরাল হচ্ছে ছবি। প্রশংসা- শুভেচ্ছা বার্তায় কমেন্ট বক্স ভরাচ্ছেন অনুগামীরা। 

 

 

কিছুদিন আগেই টিনসেল টাউনে গুঞ্জন শোনা গিয়েছিল, দূরত্ব তৈরি হয়েছে দীপিকা-রণবীরের মধ্যে। জুটির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ায়, সেই গুঞ্জন আরও দ্বিগুণ হয়। যদিও পরে রণবীর জানান, এই খবর ভুয়ো এবং তাঁদের মধ্যে সব ঠিক আছে। দীপিকাকে শেষ দেখা গিয়েছিল হৃত্বিক রোশনের সঙ্গে 'ফাইটার' ছবিতে। অন্যদিক রণবীরকে দেখা যায়, 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-তে।    

Deepika Padukone

প্রসঙ্গত, একটা সময় দীপিকা ডিপ্রেশনের সঙ্গে লড়াই করেছিলেন একথা অনেকের জানা। ২০১৪ সালে বিষণ্ণতায় ভুগেছিলেন বলিউড নায়িকা। মাঝে মাঝে কাঁদতেন তিনি। একদিন রণবীরের সঙ্গে ব্রেকফাস্ট করতে করতেও কেঁদে ফেলেন। সেই মুহূর্তে রণবীর অসহায় বোধ করেন এবং দীপিকার পরিবারকে বেঙ্গালুরু থেকে এসে তাঁর সঙ্গে থাকার কথা বলেন। দীপিকা বলেন যে, সেই সময়ে মুখ ফিরিয়ে নেওয়ার পরিবর্তে, রণবীর তাঁকে একটি নিরাপদ স্থান তৈরি করেন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যান নায়িকা।   

 

Advertisement

POST A COMMENT
Advertisement