scorecardresearch
 

জানেন দীপিকার পছন্দের খাবার কী? নতুন কায়দার নিজেই জানালেন নায়িকা

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে থাকছেন তিনি। বলিউডে প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন অন্যতম দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। নতুন বছরে নিজের প্রমোশনাল স্ট্র্যাটেজি একেবারে বদলে ফেলেছেন নায়িকা। নিজেকে সকলের সামনে মেলে ধরছেন নতুন ভাবে। এবার সকলের সঙ্গে শেয়ার করলেন তাঁর প্রিয় খাবারের নাম। 

দীপিকা পাড়ুকোন দীপিকা পাড়ুকোন
হাইলাইটস
  • বলিউডে প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন অন্যতম দীপিকা পাড়ুকোন।
  • নতুন বছরে নিজের প্রমোশনাল স্ট্র্যাটেজি একেবারে বদলে ফেলেছেন নায়িকা।
  • এবার সকলের সঙ্গে শেয়ার করলেন তাঁর প্রিয় খাবারের নাম। 

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে থাকছেন তিনি। বলিউডে প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন অন্যতম দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। নতুন বছরে নিজের প্রমোশনাল স্ট্র্যাটেজি একেবারে বদলে ফেলেছেন নায়িকা। নিজেকে সকলের সামনে মেলে ধরছেন নতুন ভাবে। এবার সকলের সঙ্গে শেয়ার করলেন তাঁর প্রিয় খাবারের নাম। 

২০২১-র অন্ধকারময় বছরের পর ২০২১ সালে দর্শকেরা একেবারে অন্যভাবে দেখতে পাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। নিজেদের স্টারডম বজায় রাখতে তারকাদের অবলম্বন করতে হয় নিত্য নতুন পন্থা। হয়তো সেই কারণেই দীপিকা নিজের প্রমোশন করছেন একেবারে নতুন কায়দায়। সোশ্যাল পেজ থেকে সমস্ত পোস্ট হাইড করে আগেই চমকে দিয়েছিলেন নেট মহলকে। এবার সকলের সঙ্গে শেয়ার করলেন নিজের প্রিয় খাবারের নাম। দক্ষিণী পরিবারের মেয়ে দীপিকার দক্ষিণ ভারতের খাবারই বেশি পছন্দ। তার মধ্যে তাঁর প্রিয় ভাত ও রসম। 

 

মেকআপ ভ্যানে তৈরি হতে হতেই, ভিডিওটি শ্যুট করেছেন দীপিকা। সোস্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই বইতে শুরু করেছে লাইক ও কমেন্টের ঝড়। দীপিকা ফ্যানেরা ছাড়াও কমেন্ট করছেন তারকারাও। অভিনেত্রী অনন্যা পান্ডে লিখেছেন, "তোমার এই দক্ষিণী খাবার আমারও স্বাচ্ছন্দ্যের।" এটা দেখে ডিপির কমেন্ট, 'চলে আয়'। অন্যদিকে পরিণীতি চোপড়ার পছন্দ পিৎজ্জা!

দীপিকার পোস্ট


নববর্ষের প্রাক্কালে দীপিকা তাঁর সমস্ত ইনস্টাগ্রাম এবং ট্যুইটার পোস্ট ডিলিট করেছিলেন। এই কাণ্ড দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন তাঁর ফ্যানেরা। নতুন বছরে ফটো শেয়ারিং প্ল্যাটফর্মে একটি অডিও ক্লিক শেয়ার করেছেন তিনি। পোস্ট ডিলিট করা মাত্রই জল্পনা শুরু হয় তাঁকে নিয়ে। অনেকে এটাও ভাবতে শুরু করেছিলেন যে দীপিকার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।অনেকে আবার ভাবছিলেন এটি কোনও প্রোমোশনের কৌশল। দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরও একই জায়গায় তাঁর বান্ধবী আলিয়া ভাট এবং পরিবারের সঙ্গে ছিলেন। জল্পনা ছিল গোপনেই বাগদান সারবেন রণবীর-আলিয়া।

 

পোস্ট  ডিলিট করার পর নতুন বছরে তাঁর সম্প্রতি রাজস্থানের রনথম্বোর ট্রিপের ছবি পোস্ট করেছেন দীপিকা। তার সঙ্গে মনের কথাও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, "আমি যেভাবে নতুন বছর শুরু করেছি..." এছাড়াও আবেগপ্রবণ হয়ে অভিনেত্রী আরও লেখেন, "আমার পরিবার এবং নিকটতম বন্ধুদের কাছ থেকে প্রায়শই শুনি যে কেরিয়ারে অনেক কিছু অর্জন করেও ব্যক্তিগতভাবে একটুও বদলাইনি। তাঁরা জানেন না তাঁদের কত বড় ভূমিকা রয়েছে এর পিছনে। আমার জন্যে পরিবার এবং বন্ধুদের সঙ্গে নিরবচ্ছিন্ন সময় কাটানো খুবই প্রয়োজনীয়।এটা আমাকে আমার শিকড়ের কাছাকাছি থাকতে সাহায্য করে। আমি কোথা থেকে এসেছি এবং এই জায়গায় পৌঁছাতে আমাকে কি কি করতে হয়েছে তা সবকিছু অনুসরণ করিয়ে দেয়... সুতরাং মাঝে মধ্যে প্রয়োজনীয় বিরতি নিন।"