বিহার (Bihar) এবং উত্তরপ্রদেশে (Uttar Pradesh) গঙ্গায় করোনা আক্রান্তদের লাশ ভেসে যাওয়ার (Bodies Floating in Ganga) দৃশ্যে দেখে গোটা দেশ কেঁপে উঠেছে। কী ভাবে এত অমানবিক কাজ সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের নির্লজ্জতা এবং ব্যর্থতার এর চেয়ে বড় উদাহরণ পাওয়া দুষ্কর। এ বিষয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য পোস্ট করলেন অভিনেতা ফারহান আখতার (Farhan Akhtar) এবং অভিনেত্রী পরিনীতি চোপড়া (Parineeti Chopra)। দুজনেই এ বিষয়ে টুইট করেন।
ফারহান লেখেন, 'The news of scores of bodies being discovered floating in rivers and washed up on its banks is absolutely heartbreaking. The virus will be defeated someday but there has to be accountability for these failures in the system. Until then, the pandemic chapter is not closed!' যার তর্জমা করলে দাঁড়ায়, 'নদীতে ভেসে যাওয়া এবং নদীর তীরে জমা দেহের স্তূপ অত্যন্ত মর্মান্তিক। এই ভাইরাস একদিন নিশ্চয়ই পরাজিত হবে। কিন্তু সিস্টেমের এই হারের ব্যাখ্যাও দিতে হবে। তত দিন পর্যন্ত মহামারীর এই চ্যাপ্টার বন্ধ হবে না।'
The news of scores of bodies being discovered floating in rivers and washed up on its banks is absolutely heartbreaking. The virus will be defeated someday but there has to be accountability for these failures in the system. Until then, the pandemic chapter is not closed!
— Farhan Akhtar (@FarOutAkhtar) May 12, 2021
পরিনীতি লিখছেন, 'This pandemic seems to have brought out the worst in the humanity. Those bodies floating in rivers were lives lived; they were somebody’s mother, daughter, father or son. How would you feel if you were on that riverbank and saw your mother floating by?? UNTHINKABLE. Monsters.' অর্থাৎ, 'মহামারী মানুষের সবচেয়ে খারাপ দিকটা যেন উন্মুক্ত করে দিয়েছে। যে লাশ গুলো নদীতে ভাসছিল তাঁরাও জীবিত ছিলেন কখনও। তাঁরাও কারও বাবা, মা, ভাই, বোন, স্বামী, স্ত্রী ছিলেন। কেমন লাগত যদি আপনি নদীর তীরে দাঁড়িয়ে দেখতে পান আপনার মা নদীতে ভেসে যাচ্ছেন? অভাবনীয়। দানব।'
This pandemic seems to have brought out the worst in the humanity. Those bodies floating in rivers were lives lived; they were somebody’s mother, daughter, father or son. How would you feel if you were on that riverbank and saw your mother floating by?? UNTHINKABLE. Monsters.
— Parineeti Chopra (@ParineetiChopra) May 12, 2021
কয়েক দিন আগে বিহারে গঙ্গা নদীতে ভাসমান দেহ দেখে সকলেই বিস্মিত হন। প্রায় ৪০টি দেহ নদীতে ভেসে আসে। খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। প্রশাসনের নজর পড়তেই লাশ মাটিতে পুঁতে ফেলা হয়। বিহারের আধিকারিকদের বক্তব্য ছিল, দেহগুলি উত্তরপ্রদেশ থেকে ভেসে এসেছে। এর আগে হামিরপুর জেলায় গঙ্গায় লাশ ভাসতে দেখা গিয়েছে। সে খবর পাওয়া গিয়েছে। সেগুলিই ভেসে বিহারে এসেছে।