scorecardresearch
 

Pathaan boxoffice collection: ৫ দিনে সাড়ে ৫০০ কোটি টাকা, রেকর্ড ভেঙেই চলেছে শাহরুখের 'পাঠান'

শাহরুখের এই সিনেমা সপ্তাহান্তে দারুণ ফল করে দেখিয়েছে। শনি ও রবিবার এই দুদিন এসআরকে-এর সিনেমা জবরদস্ত আয় করেছে। 'পাঠান'-এর পঞ্চম দিনের সংগ্রহ এবার সামনে এসে গিয়েছে। ট্রেড বিশ্লেষক রমেশ বালার মতে, রবিবার, ২৯ জানুয়ারি শাহরুখ খানের সিনেমা পাঠান প্রায় ৭০ কোটির কাছাকাছি সংগ্রহ করে আরও একবার ইতিহাস রচনা করেছে।

Advertisement
পাঠান সিনেমায় শাহরুখ খান পাঠান সিনেমায় শাহরুখ খান
হাইলাইটস
  • গত ২৫ জানুয়ারি শাহরুখ খানের 'পাঠান' মুক্তির পর দেশজুড়ে শুধুই শোনা যাচ্ছে এই সিনেমার জয়জয়কার।
  • 'পাঠান' সিনেমা মুক্তির দিনই বড় ধরনের রেকর্ডস আগেই ভেঙে দিয়েছে।
  • শাহরুখের এই সিনেমা সপ্তাহান্তে দারুণ ফল করে দেখিয়েছে। শনি ও রবিবার এই দুদিন এসআরকে-এর সিনেমা জবরদস্ত আয় করেছে।

সম্প্রতি টলিউড অভিনেতা ঋদ্ধি সেন তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছিলেন যে 'পাঠান' বলিউড বয়কট ট্রেন্ডের গালে একটা বড় চড়। এই কথাটা ষোলোআনা সত্যি। গত ২৫ জানুয়ারি শাহরুখ খানের 'পাঠান' মুক্তির পর দেশজুড়ে শুধুই শোনা যাচ্ছে এই সিনেমার জয়জয়কার। বক্সঅফিসে এই সিনেমা যেন সুনামি নিয়ে এসেছে। কিং খানের সিনেমা প্রত্যেকদিনই রেকর্ড গড়ছে। প্রসঙ্গত, চারবছরের বিরতির পর শাহরুখ খানের কামব্যাক সিনেমা হল মালিকদের মুখেও চওড়া হাসি ফোটাতে সফল হয়েছে। 

'পাঠান' ক্রেজ আকাশ ছোঁয়া
'পাঠান' সিনেমা মুক্তির দিনই বড় ধরনের রেকর্ডস আগেই ভেঙে দিয়েছে। ইতিহাসের পাতায় 'পাঠান' হিন্দি সিনেমার সবচেয়ে বড় রেকর্ড গড়ার ক্ষেত্রে নিজের নাম যোগ করে নিয়েছে ইতিমধ্যেই। 'পাঠান' মুক্তি পেয়েছে ৫ দিন হয়ে গেলেও মানুষের মধ্যে এই উন্মাদনা যেন কমই হচ্ছে না। 

আরও পড়ুন: বলিউডে সুদিন ফিরল, চতুর্থদিনে 'পাঠান'-এর ৪০০ কোটির গণ্ডি পার

রবিবার প্রায় ৭০ কোটি সংগ্রহ
শাহরুখের এই সিনেমা সপ্তাহান্তে দারুণ ফল করে দেখিয়েছে। শনি ও রবিবার এই দুদিন এসআরকে-এর সিনেমা জবরদস্ত আয় করেছে। 'পাঠান'-এর পঞ্চম দিনের সংগ্রহ এবার সামনে এসে গিয়েছে। ট্রেড বিশ্লেষক রমেশ বালার মতে, রবিবার, ২৯ জানুয়ারি শাহরুখ খানের সিনেমা পাঠান প্রায় ৭০ কোটির কাছাকাছি সংগ্রহ করে আরও একবার ইতিহাস রচনা করেছে। 

পাঠান সিনেমার দৃশ্য

পাঁচদিনে মোট আয় 
রবিবার ছুটির দিন থাকায় বলিউডের বাদশার এই সিনেমা পূর্ণ সুযোগ নিয়েছে। গোটা বিশ্বজুড়ে ছেয়ে রয়েছে 'পাঠান'। রমেশ বালার মতে, পঞ্চম দিনে 'পাঠান' মোট ৫৫০ কোটি সংগ্রহ করেছে। ৫দিনে ৫৫০ কোটি সংগ্রহ সত্যিই অনেক বড় বিষয় বলেই মনে করছেন রমেশ বালা। 

Advertisement

নতুন প্রাণ পেয়েছে সিনেমা জগত
বক্সঅফিসের খরা কাটিয়ে শাহরুখ খানের সিনেমা যেভাবে লক্ষ্মীলাভ করছে তাতে বলাই চলে বলিউডের প্রকৃত বাদশা এসআরকে। দীর্ঘ সময ধরে বলিউড সেভাবে বড় হিট কোনও সিনেমা পায়নি। অধিকাংশ সিনেমাই ফ্লপের তালিকায় চলে গিয়েছে। সিনেমা হলে সিনেমা দেখতে দর্শকেরা আসেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাঠান বড় পরিবর্তন এনে দিয়েছে। বলা চলে শাহরুখ খানের এই সিনেমা চলচ্চিত্র জগতকে নতুনভাবে জীবনদান করেছে। 

পাঠান সিনেমায় দীপিকা পাড়ুকোন

শাহরুখের জন্য ভক্তদের উচ্ছাস
পাঠানের জন্য এসআরকে-এর ভক্তদের উন্মাদনা দেখার মতো। সিনেমা হলেই তাঁরা বাজি ফাটাচ্ছেন, চেয়ারে উঠে নাচতে শুরু করে দিয়েছেন। যার ফলে চেয়ার ভেঙেও গিয়েছে বলে জানা যাচ্ছে। 

Advertisement