অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি 'পৃথ্বীরাজ' ( Prithviraj)-র নাম পরিবর্তনের দাবী জানান করনি সেনা (Karni Sena)। ইতিমধ্যে ছবির নির্মাতা আদিত্য চোপড়া (Aditya Chopra) এবং যশরাজ ফিল্মসকে (Yash Raj Films) একটি সতর্কতা জারি করে একটি মামলা দায়ের করেছেন তাঁরা। ছবিটি সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবন অবলম্বনে নির্মিত। করণী সেনার যুব শাখার সভাপতি চলচ্চিত্রপরিচালক সুরজিৎ সিং রাঠোর (Surjeet Singh Rathore), ইনস্টাগ্রামে একটি সংবাদের স্ক্রিনশট শেয়ার করেছেন এবং সেখানে তিনটি শর্ত প্রকাশ করেছেন।
করনি সেনার একটি দাবী, নির্মাতারা সম্রাটের সম্পূর্ণ নাম পৃথ্বীরাজ চৌহান অন্তর্ভুক্ত করুক ছবির শিরোনাম পরিবর্তন করে। করণি সেনা যুব শাখার সভাপতি নির্মাতাদের সতর্ক করেছেন যে, তাঁদের দাবী না মানলে, নির্মাতাদের 'প্রতিকূল পরিণতির' মুখোমুখি হতে হবে, সঞ্জয় লীলা বনসালীর 'পদ্মাবত' ছবির মুক্তির সময়ের মতোই।
সুরজিৎ সিং রাঠোর ইনস্টাগ্রামে লিখেছেন যে, যুব শাখা অক্ষয় কুমারকে শ্রদ্ধা করে। তবে, প্রযোজক আদিত্য চোপড়ার মানুষের অনুভূতি বোঝা উচিত এবং শেষ ‘হিন্দু সম্রাট বীর যোদ্ধা পৃথ্বীরাজ’-কে শ্রদ্ধা করা উচিত। রাঠোর হিন্দিতে তাঁর পোস্ট লিখেছিন, "পৃথ্বীরাজ ছবিতে অক্ষয় কুমার মুখ্য ভূমিকায় অভিনয় করছেন এবং আমরা তাঁকে সম্মান করি। তবে চলচ্চিত্রটির নির্মাতা আদিত্য চোপড়ার মানুষের আবেগ মাথায় রেখে বোঝা উচিত এবং সর্বশেষ হিন্দু সম্রাট বীর যোদ্ধা পৃথ্বীরাজ মহাশয়ের নাম শ্রদ্ধার সঙ্গে সামনে আনা উচিত। তা না হলে পরিস্থিতি পদ্মাবতের মতো হবে।"
আরও পড়ুন: ফের 'জুটিতে' রাহুল-প্রিয়াঙ্কা! বরফ কি তাহলে গলছে?
'পৃথ্বীরাজ' ছবির নির্মাতাদের বিরুদ্ধে মামলা
সুরজিৎ সিং রাঠোর ছবির নির্মাতাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুসারে অভিযোগ দায়ের করেছেন। যেখানে বলা হয়েছে যে, হিন্দি ছবি 'পৃথ্বীরাজ' ছবিটি যৌথ ভাবে প্রযোজনা, পরিচালনা এবং চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। আরও বলা হয়, যে কোনও ভারতীয় হিন্দু কোনও যোদ্ধা এবং বাদশার নাম সম্বোধন করার আগে ভাবেন, তবে নির্মাতারা এই ছবির নাম 'পৃথ্বীরাজ' রাখার চেষ্টা করেছেন। এই ছবিটি মানুষের ভাবাবেগে আঘাত করতে পারে। তিনি আরও বলেছেন যে, ছবিতে রাজা পৃথ্বীরাজকে যেভাবে দৃশ্যায়ন করা হয়ে্যেছেসেটি ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী একটি অপরাধ। সুরজিৎ সিং রাঠোর আরও বলেছেন, "নির্মাতারা কীভাবে শুধু 'পৃথ্বীরাজ' ছবির নাম রাখতে পারেন, এটা যে তিনি মহান যোদ্ধা পৃথ্বীরাজ চৌহান ছিলেন? আমরা ছবিটির শিরোনামের বদল চাই এবং সম্পূর্ণ নামে তাকে সম্মান জানাতে চাই।"
আরও পড়ুন: রক্তাক্ত মাথায় ব্যান্ডেজ-চোখে জল! কেন করণের সঙ্গে বিচ্ছেদ, জানালেন নিশা
'পৃথ্বীরাজ' নিয়ে করনি সেনার শর্ত
করনি সেনা যে তিনটি শর্ত সামনে রেখেছেন, সেগুলি হল- ১. "ছবিটি মুক্তির আগে প্রদর্শিন করতে হবে", ২. "ছবিতে রাজপুত সমাজকে দেখাতে হবে", এবং ৩. "এই ছবির শিরোনামে বীর যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ চৌহান-র সম্পূর্ণ নামটি ব্যবহার করতে হবে।"
Elated to share about my 1st historical film on my birthday!Humbled to have the opportunity to play a hero I look up to for his valor & values- Samrat Prithviraj Chauhan in one of my biggest films #Prithviraj.
— Akshay Kumar (@akshaykumar) September 9, 2019
Producer @yrf,director #DrChandraprakashDwivedi, releasing Diwali 2020 pic.twitter.com/Q2nD5KE3KR
আরও পড়ুন: ন্যুড সিনের আগে রাধিকা আদিলকে জিগ্গেস করেন, ' তোমার বউ কী ভাববেন?'
প্রসঙ্গত, এর আগে করনি সেনা সঞ্জয় লীলা বনসালীর ছবি 'পদ্মাবত' এবং কঙ্গনা রানাওয়াতের ছবি 'মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি' নিয়েও প্রশ্ন তুলেছিল।