Ruchi Gujjar : প্রধানমন্ত্রী মোদীর ছবি ঝোলানো নেকলেস পরে কান-এর মঞ্চে অভিনেত্রী, ভাইরাল Photos

৭৮ তম কান চলচ্চিত্র উৎসব যেন মোদীময়। কারণ, এক অভিনেত্রীর নেকলেস। হরিয়ানার সেই অভিনেত্রীর নাম রুচি গুজ্জর। রাজস্থানি পোশাকে তাঁকে দেখা যায়।

Advertisement
প্রধানমন্ত্রী মোদীর ছবি ঝোলানো নেকলেস পরে কান-এর মঞ্চে অভিনেত্রী, ভাইরাল Photosruchi gujjar
হাইলাইটস
  • ৭৮ তম কান চলচ্চিত্র উৎসব যেন মোদীময়
  • কারণ, এক অভিনেত্রীর নেকলেস

৭৮ তম কান চলচ্চিত্র উৎসব যেন মোদীময়। কারণ, এক অভিনেত্রীর নেকলেস। হরিয়ানার সেই অভিনেত্রীর নাম রুচি গুজ্জর। রাজস্থানি পোশাকে তাঁকে দেখা যায়। তবে নজর কাড়ে তাঁর নেকলেস। প্রধানমন্ত্রী মোদীর মুখ ছিল সেই নেকলেসে। সেই ছবি শোরগোল ফেলে দেয় নেটপাড়ায়। 

রুচির পরনে ছিল সোনালি রঙের লেহেঙ্গা। তাঁর পোশাকটি ডিজ়াইন করেছেন রূপা শর্মা। ছোটো ছোটো কাচ আর সুতোয় কারুকাজে ভরা পোশাক। মানানসই বাঁধনির ওড়না পরতেও দেখা যায় তাঁকে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় নেকলেসটি। রুচি জানান, প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তিনি এই নেকলেস পরেছেন। তাঁর মনে হয়েছে, নমোকে সম্মান জানানোর এটাই সেরা মঞ্চ। 

রুচি গুজ্জর ২০২৩ সালে মিস হরিয়ানা হয়েছিলেন। পেশায় তিনি একজন মডেল এবং অভিনেত্রী। জয়পুরের মহারানি কলেজ থেকে স্নাতক হওয়ার পর মুম্বইয়ে যান। সেখানেই ক্যারিয়ার গড়়া তাঁর লক্ষ্য। 

রুচি গুজ্জর একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন। অল্প সময়ের মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছেন। যদিও রুচির পক্ষে এই লক্ষ্যপূরণ করা সহজ ছিল না। রাজস্থানের গুজ্জর পরিবারে জন্ম। সেখান থেকে গ্ল্যামার জগতে পা দেওয়া সহজ নয়। এক সাক্ষাৎকারে রুচি জানিয়েছিলেন, তিনি যে পরিবেশ থেকে উঠে এসেছেন সেখান থেকে অভিনেত্রী হওয়া সহজ নয়। সমাজ সহজে মেনে নেয় না। 

তিনি আরও বলেন, 'আমি আমার সমাজের অনুপ্রেরণা হতে চাই। একমাত্র বাবা আমাকে পূর্ণ সমর্থন করেছেন। তবে যখন আমি বাড়িতে জানিয়েছিলাম, মুম্বই কাজ করতে যেতে চাই তখন  সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তবে, এতদূর আসতে পেরে ভালো লাগছে। আমি পরিবারের প্রতি কৃতজ্ঞ।' 

রুচি তাঁর নেকলেস নিয়ে বলেন, 'প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন। সেই গর্ব আমার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম ৷ এই নেকলেসটি ছিল তাঁর নেতৃত্বের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।'

POST A COMMENT
Advertisement