মারধর ও যৌন হেনস্থার মামলায় জামিন পেলেন অভিনেতা মধুর মিত্তল

প্রাক্তন প্রেমিকাকে মারধর ও যৌন হেনস্থায় অভিযুক্ত অভিনেতা মধুর মিত্তল মুম্বই আদালতে আদালতে অন্তর্বতী জামিন পেলেন। গত ২৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে মারধর ও যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

Advertisement
মারধর ও যৌন হেনস্থার মামলায় জামিন পেলেন অভিনেতা মধুর মিত্তলঅভিনেতা মধুর মিত্তল।
হাইলাইটস
  • যৌন হেনস্থায় অভিযুক্ত অভিনেতা মধুর মিত্তল মুম্বই আদালতে আদালতে অন্তর্বতী জামিন পেলেন
  • ১৩ ফেব্রুয়ারি জোর করে তাঁর বাড়িতে ঢুকে তাঁকে মারধর এবং যৌন হেনস্থা করেন মধুর

প্রাক্তন প্রেমিকাকে মারধর ও যৌন হেনস্থায় অভিযুক্ত অভিনেতা মধুর মিত্তল মুম্বই আদালতে আদালতে অন্তর্বতী জামিন পেলেন। গত ২৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে মারধর ও যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তার ভিত্তিতেই মামলা রুজু করে পুলিশ। আজ আদালতে মধুরের অন্তর্বতী জামিনের আবেদন মঞ্জুর করা হয়।

হলিউড পরিচালক ড্যানি বয়েল পরিচালিত স্লামডগ মিলেনিয়াম সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেন মধুর। সেই অভিনয়ের সুবাদে বলিউড পরিচালকদের নজরে পড়ে যান।  

অভিযোগকারিনী জানিয়েছেন, গত ১৩ ফেব্রুয়ারি জোর করে তাঁর বাড়িতে ঢুকে তাঁকে মারধর এবং যৌন হেনস্থা করেন মধুর। অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতর করা হয়নি। মধুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী, মোলেস্ট করা, যৌন হেনস্থা এবং শারীরিক ভাবে আঘাত করার মামলা রুজু করেছে পুলিশ। মেয়েটি তাঁর বয়ানে আরও জানান, গত বছর ডিসেম্বর মাসে মধুরের সঙ্গে প্রথম দেখা হয় তাঁর। ২ সপ্তাহের মধ্যে মদ্যপ অবস্থা প্রথমবার যৌন হেনস্থা করে সে।

নির্যাতিতার আইনজীবী জানিয়েছেন, ঘটনার ২ দিন আগে ১১ ফেব্রুয়ারি তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। মধুর তাঁকে প্রচণ্ড মারধর করে। অন্তত ১৫ বার তাঁর গলা টিপে ধরে সে। তার পর যৌন হেনস্থা করে। মেয়েটির সারা শরীরে মারধরের চিহ্ন রয়েছে। মধুরের কাছ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
 

POST A COMMENT
Advertisement