scorecardresearch
 

Sonu Sood: তিনিই ত্রাতা! সাহায্যের আর্তিতে ক্রমাগত বাজছে সোনু সুদের ফোন

মানুষ যখন বিপদে পড়ে, তখন ঈশ্বরের কথা সবচেয়ে বেশি স্মরণ করে। এমনটাই প্রচলিত বিশ্বাস। কিন্তু ঈশ্বর তো সব জায়গায় থাকতে পারেন না, তাই সোনু সুদের মতো কিছু মানুষকে হয়তো পাঠিয়েছেন, যাঁরা সাধারণ মানুষে আর্তি শুনবেন। আর কী গতিতে আর্তি আসছে তার নমুনা দেখাতে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করলেন 'মানব দরদি' সোনু সুদ।

Advertisement
সোনু সুদ সোনু সুদ
হাইলাইটস
  • কী গতিতে আর্তি আসছে তার নমুনা দেখাতে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করলেন 'মানব দরদি' সোনু সুদ।
  • ছোট্ট একটি ভিডিও। তাতেই বোঝা যাচ্ছে দেশের কত মানুষ বিপদে রয়েছেন।

'ঈশ্বর ইয়া আল্লাহ, ইয়ে পুকার শুন লে, ঈশ্বর ইয়া আল্লাহ হে দাতা...' পুকার সিনেমায় লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রার্থণা গানটি সকলেই শুনে থাকবেন। মানুষ যখন বিপদে পড়ে (Corona Pandemic), তখন ঈশ্বরের কথা সবচেয়ে বেশি স্মরণ করে। এমনটাই প্রচলিত বিশ্বাস। কিন্তু ঈশ্বর তো সব জায়গায় থাকতে পারেন না, তাই সোনু সুদের (Sonu Sood) মতো কিছু মানুষকে হয়তো পাঠিয়েছেন, যাঁরা সাধারণ মানুষে আর্তি শুনবেন। আর কী গতিতে আর্তি আসছে তার নমুনা দেখাতে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করলেন 'মানব দরদি' সোনু সুদ। তাঁকে শুধুমাত্র অভিনেতা বললে অপমান হয়

ছোট্ট একটি ভিডিও। তাতেই বোঝা যাচ্ছে দেশের কত মানুষ বিপদে রয়েছেন। আরও বড় কথা বিপদে সোনুকে মনে করছেন। গত বছর থেকে কোভিড আক্রান্ত দেশের অন্যতম ভরসার মুখ হয়ে উঠেছেন সোনু সুদ। দেশের অনেক মানুষই নিজেদের সাধ্যমতো বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তবে সোনু সাহায্যের পরিভাষা বদলে দিয়েছেন। তবে এত আর্তি দেখে সোনু লিখছেন, 'The speed at which we get requests across the country. Trying my best to reach out to everyone. Everyone...Please come forward. We need more helping hands. Do your best to the best of your capabilities.'

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Sood (@sonu_sood)

Advertisement

শুধুমাত্র মুখে বলা নয়, কাজেও তিনি যা করে দেখিয়েছেন তার কোনও তুলনা হয় না। প্রায় প্রতি দিনই কোনও কোনও সাহায্যের পদক্ষেপ গ্রহণ করছেন। যেমন সম্প্রতি একটি পোস্ট করে তিনি জানান, কোভিড সংক্রান্ত যে কোনও সাহায্য বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। ডাক্তারের পরামর্শ হোক বা কোভিড টেস্ট।

 

You, take REST. Let me handle the TEST. Launching FREE COVID HELP with HealWell24 Krsnaa Diagnostics Sood Charity Foundation

Posted by Sonu Sood on Tuesday, April 27, 2021

নির্বাচনের আগে থেকে বহু সেলেবরা রাজনৈতিক দলে যোগ দিয়ে মানুষের জন্য কাজ করতে চাই, এমনটা বলেছিলেন। দেশের সবচেয়ে বড় বিপদের দিনে সেই মানুষের ফোনে 'বিরক্ত' হয়ে অনেকে ফোন বন্ধ করে রেখেছেন। কেউ নম্বরই বদলে ফেলেছেন। ব্যক্তিগত নম্বর প্রকাশ্যে আসায় একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন মিডিয়ার সামনে। ঠিক উল্টো দিকে দেশের পশ্চিমপ্রান্তের শেষে দাঁড়িয়ে একজন ক্রমান্বয়ে নিজেকে ছাপিয়ে যাওয়ার কাজে ব্রতী। এর আগেও প্রমাণ করেছেন, আবারও করছেন, মানুষের জন্য কাজ করতে কোনও দলীয় জার্সির প্রয়োজন নেই

 

Advertisement