Advertisement

Adipurush Controversy: 'আদিপুরুষ' বিতর্ক চলছেই, আজও উজ্জ্বল রামানন্দ সাগরের 'রামায়ণ'

আদিপুরুষ রিলিজ করার পর থেকেই বিতর্ক চলছে। হনুমানের মুখে যে ভাষায় সংলাপ দেখানো হয়েছে, তা মেনে নিতে পারেনি দর্শক। সংলাপ বদলের পরও বিতর্ক রয়ে গেছে। দূরদর্শনে রামানন্দ সাগরের যে রামায়ণ দেখানো হয়েছিল, তা মানুষের মনের মণিকোঠায় রয়ে গেছে আজও। মহাকাব্যকে যেভাবে রামানন্দ সাগর ফুটিয়ে তুলেছিলেন। রামের চরিত্রে অরুণ গোভিল যেভাবে গেঁথে আছে মানুষের মনে সেখানে রামায়ণকে আধুনিকতার মোড়কে মেনে নিতে পারছেন না আমজনতা।

Advertisement
POST A COMMENT