Advertisement

Akshay Kumar: ৫৬ বছরে পা দিলেন অক্ষয় কুমার, পুজো দিলেন মহাকাল মন্দিরে

চলচ্চিত্র অভিনেতা অক্ষয় কুমার শনিবার ৫৬ বছরের পা দিলেন। জন্মদিনে বাবা মহাকালের দর্শন পেতে উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরে যান তিনি। মহাকাল মন্দিরে ভস্ম আরতিতে যোগও দেন তিনি। অক্ষয় কুমারের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেটার শিখর ধাওয়ানও। অক্ষয়ের সিনেমা 'ও মাই গড টু'-এর শুটিংও হয়েছে মহাকাল মন্দির প্রাঙ্গণে। আসন্ন রেসকিউ থ্রিলার ‘মিশন রানিগঞ্জ’-এ দেখা যাবে অক্ষয় কুমারকে। আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। আসন্ন চলচ্চিত্রটি "রানিগঞ্জ কয়লাখনি এলাকার একটি বাস্তব জীবনের ঘটনা।

Advertisement
POST A COMMENT