Advertisement

Ranveer-Alia In Kolkata: ছবির প্রচারে শহরে, রকি-রানিকে স্বাগত জানালো একঝাঁক হলুদ ট্যাক্সি

কলকাতায় রকি আর রানি। সোমবার সকালেই শহরে পা দিলেন রকি ওরফে রণবীর সিং ও রানি ওরফে আলিয়া ভাট। আর তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানাল তিলোত্তমা। করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি ছবির প্রচারে শহরে এসেছেন তাঁরা। আর তাঁদের স্বাগত জানানোর জন্য এল হলুদ ট্যাক্সি। এই ট্যাক্সিগুলো দিয়েই তৈরি করা হল হার্ট শেপ, আর তার ভেতর লেখা কলকাতায় স্বাগত রকি ও রানি। শহরে পা দিয়ে আপ্লুত এই দুই বলি তারকা। এক অভিজাত হোটেলে করলেন সাংবাদিক সম্মেলনও। ২৮ জুলাই এই ছবি মুক্তি পাবে।

Advertisement
POST A COMMENT