Advertisement

Tollywood New Movies: ইদে ডবল ধামাকা দিচ্ছেন জিৎ

একেই বলে রাজার মতো এন্ট্রি নেওয়া। এলাম দেখলাম জয় করলাম।একটি লাল রঙের ভিনটেজ গাড়িতে করে এসে দুহাতে কোল্ড ফায়ার গান ,গাড়ি থেকে নেমেই প্যাপস ও মিডিয়া কে পোজ।তিনি জিৎ। ইদে ডবল ধামাকা দিচ্ছেন জিৎ। বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই মুক্তি পাবে ছবিটি। ইতি মধ্যেই মুক্তি পেয়েছে CHENGIZ-র হিন্দি ট্রেলার।এই প্রথম কোনও বাংলা ছবি একই সঙ্গে হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে। ইদে মুক্তি পাচ্ছে জিতের CHENGIZ।21 এপ্রিল, ইদের দিন মুক্তি পাবে।

jeet new movie chengiz trailer released in mumbai

Advertisement