Advertisement

Kartik Aaryan In Kolkata: ভুল ভুলাইয়ার প্রচারে কলকাতায় কার্তিক! ঘুরলেন ট্যাক্সির ছাদে

অনেকে বলেন তাঁর সঙ্গে নাকি খিলাড়ি কুমারের যৌবনের চেহারার মিল পাওয়া যায়। তবে শুধু চেহারায় নয়, কাজে মাঝে মধ্যে অক্ষয় কুমারের ঝলক দেখান অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি ভুল ভুলাইয়া ২ ছবির প্রচারে কলকাতা ঘুরে গেলেন। ছবির ফ্র্যাঞ্চাইজির ট্রেডমার্ক গান 'আমি যে তোমার' লঞ্চও হল তাঁর হাত ধরে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। প্রচারের মধ্যএই হঠাৎ হলুদ ট্যাক্সির ছাদে উঠে পরেন কার্তিক। এর মধ্যেই ছবিটি ১০০ কোটির ক্লাবে সামিল হয়েছে। ফলে তাঁর আনন্দে লাফিয়ে ওঠাই স্বাভাবিক!

Bollywood Actor Kartik Aaryan Visits Kolkata To Promote Bhool Bhulaiyaa 2

Advertisement
POST A COMMENT