Advertisement

Sonakshi-Zaheer Wedding: সোনাক্ষী-জাহিরের বিয়ের রিসেপশনে মুম্বইয়ে চাঁদের হাট, দেখুন VIDEO

রবিবার চারহাত এক হল সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের। বলিউডের একাধিক তারকা দম্পতির মতোই সোনাক্ষীও বিয়ে সারলেন ভিন ধর্মে। তবে এই বিয়েতে ছিল না কোনও হিন্দু বা ইসলাম রীতি, বিশেষ বিবাহ আইনেই বিয়ে সারেন সোনাক্ষী-ইকবাল। রবিবার জাহিরের মুম্বইয়ের বাড়িতেই রেজিস্ট্রি সারেন সোনাক্ষী। বিয়েতে আসরে ছিলেন শত্রুঘ্ন সিনহা, পুনম সিনহা এবং দুই পরিবারের অন্য সদস্যরাও। বিয়েতে উপস্থিত ছিলেন সোনাক্ষীর দুই ঘনিষ্ঠ সতীর্থ, অদিতি রাও হায়দরি এবং হুমা কুরেশি। অদিতি বিয়েতে অংশ নেন প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে। মুম্বইয়ে শিল্পা শোট্টির রেস্তরাঁয় সোনাক্ষী-জাহিরের রিসেপশনও ছিল গোটা বলিউড।

Advertisement
POST A COMMENT