Advertisement

Salman Khan gets bitten by snake at Panvel farmhouse: সলমান খানকে সাপের কামড়, চিন্তিত ফ্যানরা

বড়দিনের রাতে অভিনেতা সলমান খানকে সাপে কাটে। পানভেল ফার্ম হাউসে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে তাঁকে সাপে কামড়ায়। যদিও সাপটি তেমন বিষাক্ত ছিল না। অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৬ ঘণ্টা পর হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। জানা গিয়েছে, এখন সুস্থ আছেন তিনি। যে ফার্ম হাউসে সলমান গেছিলেন, সেটি তাঁর বড় পছন্দের জায়গা। মাঝে মাঝেই তিনি এই ফার্ম হাউসে সময় কাটান। ঠিক কী হয়েছিল বড়দিনের রাতে? দেখুন।

Salman Khan gets bitten by snake at Panvel farmhouse

Advertisement